শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিক সংগঠক হাবিবুর রহমান হবি’র স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস) এর কার্যালয় চত্বরে এ স্মরণ সভার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী ) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী।
প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন প্রয়াত হাবিবুর রহমান হবি ছিলেন একটি প্রতিষ্ঠান। শুধু উসাস নয়, ব্যক্তি জীবনে অনেকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রয়াত হবি সাংস্কৃতিক পরিমন্ডলে যেমন ভূমিকা রেখেছেন। একই ভাবে ভূমিকা রেখেছেন রাজনৈতিক অঙ্গনেও। প্রয়াত বীব মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবির পরিবারের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই সাবেক এমপি।
আলোচনায় অংশ নেন উসাসের কর্মকর্তা কল্যান কুমার বিশ্বাস বাবলু। মরহুমের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে কথা বলেন খোকসা সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক নজরুল ইসলাম। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ রাজু প্রমুখ।
স্মরণ সভায় সভাপতিত্ব উপজেলা সাংস্কুতিক সংস্থা উসাসের সাবেক সভাপতি ও থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ কুমার বিশ্বাস।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করনে। পর দিন শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অবওনার ও জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর খোকসার কেন্দ্রিয় পৌর কবর স্থানে তাকে সমাহিত করা হয়।
হাবিবুর রহমান হবি আমৃত্যু উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। এ ছাড়া তিনি খোকসা সরকারি কলেজ প্রতিষ্ঠার অন্যতম কর্মী ছিলেন।
প্রয়াত হাবিবুর রহমান হবি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি এলাকার শিক্ষা সংস্কৃতির উন্নয়নে আজীবন অবদান রেখে গেছেন।
প্রিন্ট