ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাতিয়ায় দিনে-দুপুরে ডাকাতি, স্বর্ণালংকার লুট Logo রূপগঞ্জের পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার Logo ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত Logo কুষ্টিয়ায় পরিত্যক্ত ভবনে ১৮৯১ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি Logo সিংড়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ২, আহত ২ Logo বিজিবির বাবুর্চী বাসারুলের বিরুদ্ধে ল্যান: নায়েক পরিচয়ে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ Logo কুষ্টিয়ায় মিল বন্ধ দীর্ঘদিন, তবুও বরাদ্দ তালিকায় মিলের নাম Logo কুষ্টিয়ায় জামায়াতের সমাবেশের পর মাঠ পরিষ্কার করল ছাত্রদল Logo আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে শীতবস্ত্র প্যাকেজ বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম Logo পাংশায় রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চাঁদাবাজি, ঘুষ ও মামলা বাণিজ্য করলে অতীতের সরকারের পথ ধরতে হবে

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে পুলিশ আমাদেরকে এত কষ্ট দিয়েছেন, সে পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে পুলিশের প্রয়োজন আছে। থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, বসার মতো চেয়ার-টেবিল পর্যন্ত নেই। আমাদের শাখাগুলোকে নির্দেশনা দিয়েছিলাম, আমাদের ফান্ড থেকে চেয়ার-টেবিল কিনে থানায় পৌঁছে দিয়ে আস, কাজ শুরু হোক। তাদেরকে আশ্বস্ত করেছিলাম, আপনারা কাজ করেন থানার ভেতরে, আমরা বাহিরে পাহারা দেব।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতারা বলেছিলেন তারা যদি ক্ষমতা থেকে বিদায় নেন তাহলে দুই দিনের মাথায় তাদের দলের ৫ লক্ষ নেতাকর্মীকে আমরা খুন করে ফেলব। আলহামদুল্লিাহ, বাংলাদেশ এমন কিছু হয়নি। আমরা চাই না আমাদের প্রতিপক্ষ হলেও আমরা কারোর ওপর অবিচার করি। আমরা এটিও বলেছি, হাজার হাজার মামলা আমরা করব না।

 

আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে মামলা করব। কিন্তু একজন নিরপরাধ মানুষকেও আমরা মামলার আসামি করব না। ১০ জন অপরাধীর সঙ্গে যদি একজন নিরপরাধ মানুষ আসামি হয়ে থাকে তাহলে আল্লাহর আদালতে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিবেকের কাঠগড়ায় আমরা পরাজিত হব।

 

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, চাঁদাবাজি আমাদের কাজ না, ঘুষ বাণিজ্য আমাদের কাজ না, মামলা বাণিজ্য আমাদের কাজ না। অতীতের সরকার এটা করেছে বলে মানুষ তাদের ওপরে ক্ষেপে গিয়ে আজকে এ পরিণত হয়েছে। সেই কাজ যারা করবে, ভবিষ্যতে তাদেরও একই রাস্তা ধরতে হবে।

 

ডা. শফিকুর রহমান বলেন, দল-ধর্ম যার যার, দেশ আমাদের সবার। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবেনা। যেই তারুণ্যের বুকের রক্তের বিনিময়ে জাতি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আমরা সেই তারুণ্য নির্ভর, মানবিক বাংলাদেশ গড়ে তুলব।

 

বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন-গুম উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই। কারণ, এটা জনগণ চাইবে না। জনগণ শান্তি চায়। জনগণের চাওয়া পাওয়ার কিছু থাকে না। তাদের চাওয়া একটাই, নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিনের জোয়াদ্দারের সঞ্চালনায় সুধী সমাবেশে জামায়েতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, শামিম সাঈদীসহ সুধীজনরা বক্তব্য রাখেন। এসময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিকে, দীর্ঘ ১৮ বছর পর শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. শফিকুর রহমান।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হাতিয়ায় দিনে-দুপুরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

error: Content is protected !!

চাঁদাবাজি, ঘুষ ও মামলা বাণিজ্য করলে অতীতের সরকারের পথ ধরতে হবে

আপডেট টাইম : ১২:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে পুলিশ আমাদেরকে এত কষ্ট দিয়েছেন, সে পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে পুলিশের প্রয়োজন আছে। থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, বসার মতো চেয়ার-টেবিল পর্যন্ত নেই। আমাদের শাখাগুলোকে নির্দেশনা দিয়েছিলাম, আমাদের ফান্ড থেকে চেয়ার-টেবিল কিনে থানায় পৌঁছে দিয়ে আস, কাজ শুরু হোক। তাদেরকে আশ্বস্ত করেছিলাম, আপনারা কাজ করেন থানার ভেতরে, আমরা বাহিরে পাহারা দেব।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতারা বলেছিলেন তারা যদি ক্ষমতা থেকে বিদায় নেন তাহলে দুই দিনের মাথায় তাদের দলের ৫ লক্ষ নেতাকর্মীকে আমরা খুন করে ফেলব। আলহামদুল্লিাহ, বাংলাদেশ এমন কিছু হয়নি। আমরা চাই না আমাদের প্রতিপক্ষ হলেও আমরা কারোর ওপর অবিচার করি। আমরা এটিও বলেছি, হাজার হাজার মামলা আমরা করব না।

 

আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে মামলা করব। কিন্তু একজন নিরপরাধ মানুষকেও আমরা মামলার আসামি করব না। ১০ জন অপরাধীর সঙ্গে যদি একজন নিরপরাধ মানুষ আসামি হয়ে থাকে তাহলে আল্লাহর আদালতে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিবেকের কাঠগড়ায় আমরা পরাজিত হব।

 

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, চাঁদাবাজি আমাদের কাজ না, ঘুষ বাণিজ্য আমাদের কাজ না, মামলা বাণিজ্য আমাদের কাজ না। অতীতের সরকার এটা করেছে বলে মানুষ তাদের ওপরে ক্ষেপে গিয়ে আজকে এ পরিণত হয়েছে। সেই কাজ যারা করবে, ভবিষ্যতে তাদেরও একই রাস্তা ধরতে হবে।

 

ডা. শফিকুর রহমান বলেন, দল-ধর্ম যার যার, দেশ আমাদের সবার। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবেনা। যেই তারুণ্যের বুকের রক্তের বিনিময়ে জাতি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আমরা সেই তারুণ্য নির্ভর, মানবিক বাংলাদেশ গড়ে তুলব।

 

বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন-গুম উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই। কারণ, এটা জনগণ চাইবে না। জনগণ শান্তি চায়। জনগণের চাওয়া পাওয়ার কিছু থাকে না। তাদের চাওয়া একটাই, নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিনের জোয়াদ্দারের সঞ্চালনায় সুধী সমাবেশে জামায়েতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, শামিম সাঈদীসহ সুধীজনরা বক্তব্য রাখেন। এসময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিকে, দীর্ঘ ১৮ বছর পর শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডা. শফিকুর রহমান।


প্রিন্ট