মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে। বড়দিন উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের বিভিন্ন চার্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া এসব চার্চে বিশেষ প্রার্থনা , সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠিত হয। এ উপলক্ষে ফরিদপুর শহরের ব্যাপ্টিস্ট চার্চের বড দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ সাথী চক্রবর্তী, পল বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ অত্যন্ত আনন্দে ও শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করে আসছে । এক্ষেত্রে সরকার ও প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে এবারও তার ব্যতিক্রম হয়নি।
বক্তারা বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও শান্তিপূর্ণভাবে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ফরিদপুরে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বড়দিনের উৎসব পালন করছে।
বড়দিন উপলক্ষে আগামীকাল বুধবার সকাল আটটা থেকে বেলা ১১ টা পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা এবং পরে প্রীতিভোজের ভোজের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে বড়দিন কে কেন্দ্র করে খ্রিস্টান সম্প্রদায়ের প্রত্যেক বাড়িতেই মনোরম আলোকসজ্জা করা হয়েছে।
প্রিন্ট