মো. হাসান আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাওলানা ভাসানী ডিগ্রি কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ সিরাজগঞ্জের আয়োজনে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অতিথি ও নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের গভনিং বডি সভাপতি মকবুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ, যিনি নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান রঞ্জন, মো. হারুন অর রশিদ খান হাসান, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের গভনিং বডি সদস্য তানভীর মাহমুদ পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল লতিফ এবং সমন্বয়ক মুনতাসির হাসান মেহেদী প্রমুখ।
আরও পড়ুনঃ আজাদ মেলা’য় চলছে অশ্লীল নৃত্য ও লটারি, নষ্ট হচ্ছে যুবসমাজ
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দীপনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শকরা।
প্রিন্ট