আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
.
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা মো. শাফিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।
.
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মো. ইব্রাহিম হোসেন রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা এ.কে.এম আফজাল হোসেন, নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, সাংগঠনিক সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মমতাজ উদ্দিন সরকার, জামায়াত মনোনিত বাগাতিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আশরাফুজ্জামান, ছাত্রশিবিরের বাগাতিপাড়া সাবেক সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, গোলাম মর্তুজা মাসুদ, ফজলুর রহমান ও বর্তমান সভাপতি মিঠু সরকার।
.
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের বাগাতিপাড়া শাখার সাবেক সেক্রেটারি জহির উদ্দিন বাবু। বক্তারা বলেন, “বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করছে, অথচ ফিলিস্তিনের মুসলিম ভাইদের ওপর হামলা চলছে। ইফতারের সময় বোমা হামলায় বহু মুসলমান নিহত হয়েছে। আমরা এর আন্তর্জাতিক বিচার দাবি করছি।”
.
তারা আরও বলেন, “বিএনপি নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। এখন সময় কুরআনের শাসন প্রতিষ্ঠার। শুধু মিছিল বা স্লোগানে কাজ হবে না, ছাত্রজনতা যেভাবে জুলাই বিপ্লব করেছিল, সেভাবে কাজ করতে হবে। জামায়াত রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।”
.
জামায়াতের নেতারা বলেন, “জামায়াত একটি আদর্শিক দল। লুটপাট বা চাঁদাবাজি কখনোই মেনে নেওয়া হবে না। সব ধরনের ষড়যন্ত্র ও অপকর্ম প্রতিহত করা হবে।”
.
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট