শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় আন-নুসরাহ ফাউন্ডেশন এর আয়োজনে চাঁদের হাট তারার মেলা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জাগোলবা গ্রামে সিরাতুননবী,আল কুরআন ও ইসলামের আলোকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
.
উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যক্তিত্ব আজিজার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার খান। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম (সুইডেন প্রবাসী শুভর বাবা)।
.
আরো উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের শিক্ষক আব্দুল খালেক, কুষ্টিয়া কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষক আশরাফ আলী ও কবিরুল ইসলাম, শিক্ষক আমিরুল ইসলাম, খোকাসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহিনুর রহমান।
.
সঞ্চালনায় ছিলেন হাফেজ হাবিবুর রহমান। অনুষ্ঠানে দুই শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
.
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ইসলামী ব্যক্তিত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ এরকম একটি ব্যতিক্রমধর্মী কুরআনের আলোকে ইসলামী প্রতিযোগিতা প্রশংসা করেন এবং এলাকায় এই জাতীয় প্রতিযোগিতা আয়োজন করার জন্য আয়োজকদের কে ধন্যবাদ জানান। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট