ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালপুরে স্বামীর অবৈধ প্রেমের জেরে গৃহবধূর আত্মহত্যা Logo ভেড়ামারায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা Logo গাঁজাসহ লালপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo হাতিয়ায় হজ্জযাত্রীদের জন্য ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ Logo কাশিয়ানীতে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার Logo মেরিন ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা Logo মুকসুদপুরে ‘ডাকাতি’ মামলার রহস্য উদঘাটন করে সম্মাননা পেলেন ওসি তদন্ত শীতল Logo তানোরে নিখোঁজের ২০দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার Logo ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্তদের পাওনা দাবিতে স্মারকলিপি প্রদান Logo রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ক্রিকেট টুর্ণামেন্টে সাধারণ সম্পাদক একাদশ বিজয়ী
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গার ভালাইপুরের ভ্যানচালক আলমগীর হত্যা মামলার মূল রহস্য উন্মোচন, ৩ জন আটক

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উপজেলার ভালাইপুরের ভ্যানচালক আলমগীর হোসেন আলম হত্যার মূল রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল আসামি জিনারুল হককে। তিনি আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের সবদ আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার বেলা ২টায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন জানান, আলমগীর হোসেন আলম (৪১) পেশায় ভ্যানচালক ছিলেন। ২ অক্টোবর রাত ৯টার দিকে তিনি ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে ভাড়া মারতে বের হয়েছিলেন। রাতে বাড়ি ফিরে না আসলে তার পরিবার মোবাইলে ফোন করে, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর ৪ অক্টোবর সকাল ৮টায় আলমগীরের মরদেহ আইন্দিপুর গ্রামের ছাতিয়ানতলা মাঠ সংলগ্ন ভাইমারা খালে কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

 

এ ঘটনায় আলমগীরের মা জহুরা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামানের নেতৃত্বে পুলিশ বিভিন্ন টিম গঠন করে ঘটনার মূল রহস্য উদঘাটনে মাঠে নামে।

 

২০ অক্টোবর সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আলমডাঙ্গার আইন্দিপুর গ্রামের ইমরান (২৪) ও মাসুম (২০) কে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে জানা যায়, ঘটনার সাথে জড়িত আরও একজন, আলমডাঙ্গার শিবপুর গ্রামের জিনারুল হক। তাকে ১১ ডিসেম্বর মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা আর্থিক সংকটে ছিল এবং ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। ২ অক্টোবর তারা ভালাইপুর থেকে ৩ হাত নাইলনের রশি কিনে আলমগীরের ভ্যান ভাড়া নিয়ে বড়গাংনীর উদ্দেশ্যে রওনা হয়। পথে, রাত ১১টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী, মাসুম ভ্যানটি থামানোর জন্য তার স্যান্ডেল ফেলে দেয়। আলমগীর থামালে জিনারুল তাকে রাস্তার পাশে নামিয়ে ধস্তাধস্তি করতে থাকে। একপর্যায়ে আলমগীর গর্তে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন, তখন তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে মরদেহ রাস্তা পার করে খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। ভ্যানটি বিক্রি করে তারা ৪৮ হাজার টাকা পায় এবং তা সমান ভাগে ভাগ করে নেয়।

 

আরও পড়ুনঃ রাজাপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

 

পুলিশ জানিয়েছে, আসামিরা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আলমগীরের পাখিভ্যান ও বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে এবং ভ্যানটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

লালপুরে স্বামীর অবৈধ প্রেমের জেরে গৃহবধূর আত্মহত্যা

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গার ভালাইপুরের ভ্যানচালক আলমগীর হত্যা মামলার মূল রহস্য উন্মোচন, ৩ জন আটক

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উপজেলার ভালাইপুরের ভ্যানচালক আলমগীর হোসেন আলম হত্যার মূল রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল আসামি জিনারুল হককে। তিনি আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের সবদ আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার বেলা ২টায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন জানান, আলমগীর হোসেন আলম (৪১) পেশায় ভ্যানচালক ছিলেন। ২ অক্টোবর রাত ৯টার দিকে তিনি ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে ভাড়া মারতে বের হয়েছিলেন। রাতে বাড়ি ফিরে না আসলে তার পরিবার মোবাইলে ফোন করে, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর ৪ অক্টোবর সকাল ৮টায় আলমগীরের মরদেহ আইন্দিপুর গ্রামের ছাতিয়ানতলা মাঠ সংলগ্ন ভাইমারা খালে কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

 

এ ঘটনায় আলমগীরের মা জহুরা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামানের নেতৃত্বে পুলিশ বিভিন্ন টিম গঠন করে ঘটনার মূল রহস্য উদঘাটনে মাঠে নামে।

 

২০ অক্টোবর সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আলমডাঙ্গার আইন্দিপুর গ্রামের ইমরান (২৪) ও মাসুম (২০) কে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে জানা যায়, ঘটনার সাথে জড়িত আরও একজন, আলমডাঙ্গার শিবপুর গ্রামের জিনারুল হক। তাকে ১১ ডিসেম্বর মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা আর্থিক সংকটে ছিল এবং ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। ২ অক্টোবর তারা ভালাইপুর থেকে ৩ হাত নাইলনের রশি কিনে আলমগীরের ভ্যান ভাড়া নিয়ে বড়গাংনীর উদ্দেশ্যে রওনা হয়। পথে, রাত ১১টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী, মাসুম ভ্যানটি থামানোর জন্য তার স্যান্ডেল ফেলে দেয়। আলমগীর থামালে জিনারুল তাকে রাস্তার পাশে নামিয়ে ধস্তাধস্তি করতে থাকে। একপর্যায়ে আলমগীর গর্তে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন, তখন তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে মরদেহ রাস্তা পার করে খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। ভ্যানটি বিক্রি করে তারা ৪৮ হাজার টাকা পায় এবং তা সমান ভাগে ভাগ করে নেয়।

 

আরও পড়ুনঃ রাজাপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

 

পুলিশ জানিয়েছে, আসামিরা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আলমগীরের পাখিভ্যান ও বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে এবং ভ্যানটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট