রাজবাড়ীর গোয়ালন্দে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় গোয়ালন্দ উপজেলা পরিষদ এবং পৌরসভার পক্ষ থেকে।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের দায়িত্বপ্রাপ্ত এজিএম মোহাম্মদ সালাউদ্দিন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন প্রমুখ।
সভায় নবাগত জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক ও বাল্যবিবাহ রোধে আমাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে, এবং এ বিষয়ে কোনো আপোস হতে পারে না।”
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, “জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আপনার দপ্তরে আসা মানুষ যাতে সর্বোচ্চ সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। যদি কোনো কারণে সেবা দিতে না পারেন, তবে ভালো আচরণ বজায় রাখুন, যেন কেউ খালি হাতে এবং কষ্ট নিয়ে ফিরে না যায়।”
এছাড়া সভায় তিনি দৌলতদিয়া ঘাটের আধুনিকায়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
প্রিন্ট