ফরিদপুরের বোয়ালমারীর থানা রোডের প্রশাসন মার্কেট এ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা শেষে সকল নেতা কর্মীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে হাফিজুল ইসলাম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের চেয়ারম্যান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি, সাবেক এমপি শাহ মোঃ আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মোঃ আবু জাফর বলেন আওয়ামী লীগের আমলে যেমন কথা বলার অধিকার ছিল না, তেমনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে উন্মুক্ত গণতন্ত্র, উন্মুক্ত বাক স্বাধীনতা অন্তরে আর পুলিশের নির্যাতনের ভয় নেই। পুলিশকে দিয়ে স্বার্থসিদ্ধি করার দিন শেষ। পুলিশকে দিয়ে আর কোন অন্যায় কাজ করানো যাবে না। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করি। তারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা পণ্যের চড়া মূল্য, এগুলো নিরসনের জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। সকল সংস্কার করেই নির্বাচন দেওয়ার জন্য তিনি দাবি করেন। এবং দলীয় নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম, ইয়াকুব হোসেন, আশরাফুল আলম সেলিম, মেহের ইসলাম হৃদয়।
প্রিন্ট