ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা সিয়াল ফুড ফেয়ার ২০২৪। এই মেলায় বিশ্বের নামি-দামি ব্র্যান্ডগুলোর পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান সিটি গ্রুপ, যা এবারের সিয়াল ফুড ফেয়ারে প্রথমবারের মতো যুক্ত হয়েছে।
এই মেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুই হাজারেরও অধিক কোম্পানি অংশগ্রহণ করে তাদের পণ্য প্রদর্শন করে। এতে নামিদামি ক্রেতারা ভীড় জমিয়ে থাকেন এবং কোম্পানিগুলো সরাসরি ব্যবসায়ীদের সাথে বিজনেস টু বিজনেস ডিল করার সুযোগ পান। সিয়াল ফুড ফেয়ার ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে প্যারিসের পার্ক দ্যু এক্সপোজিশনে।
পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন ফরাসী কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্দে।
সিটি গ্রুপের খাদ্যপণ্য নিয়ে অংশগ্রহণ করছে কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুৎফুল কবীর শাহীন, ফিন্যান্স এন্ড কমার্শিয়াল ডিরেক্টর তানভীর হায়দার পাভেল, এবং হেড অফ এক্সপোর্ট অ্যান্ড ফিন্যান্স মেহেদী হাসান।
সিটি গ্রুপের কর্মকর্তারা জানান, তারা পণ্যের গুণগত মান নিশ্চিত করে ইউরোপের বাজারে প্রবেশ এবং তাদের বেকারি পণ্য “কুইক বাইট” এর জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে কাজ করছেন। তারা কনফেকশনারি ও বেকারী পণ্যকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রদর্শন করছেন, যার মধ্যে রয়েছে কুইক বাইট, তীর, বেঙ্গল ও ক্যান্ডি ব্র্যান্ডের পণ্যসমূহ।
বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর লুৎফুল কবীর শাহীন বলেন, তারা খাদ্যের পুষ্টি মান বজায় রেখে নতুনত্ব আনতে পেরেছেন। মেলায় তিন লক্ষাধিক দর্শনার্থী আসার সম্ভাবনা রয়েছে এবং তারা আশা করছেন এবারের মেলাটি একটি সুন্দর অভিজ্ঞতা হবে।
প্রিন্ট