ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo লালপুরে ভুট্টা ক্ষেত থেকে কবিরাজের লাশ উদ্ধার Logo পুলিশ পরিচয়ে প্রতারণাকারী গ্রেফতার Logo শালিখার আড়পাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে মুগ্ধ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা Logo ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ Logo ফরিদপুরের ধর্ষণ মামলার আসামী সোহেল গ্রেপ্তার Logo পাংশায় শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সভায় নতুন কমিটি Logo কুষ্টিয়ায় উলামা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত Logo নির্বাচন ছাড়া কোন সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ, স্বৈরাচারেরা জন্ম নেয়ঃ -আব্দুস সালাম Logo ভেড়ামারায় মাজারে মাদকবিরোধী অভিযান, ভক্তদের হাতে লাঞ্ছিত ম্যাজিস্ট্রেট
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কৃষকের ওপর দুর্বৃত্তদের হামলা থানায় পাল্টা-পালটি অভিযোগ

রবিউল ইসলাম রুবেল:

ফরিদপুরের বোয়ালমারীতে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মুক্তার হোসেন (৫০) নামে এক কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরে কৃষকের আগে এসে পাল্টাভাবে কৃষকের বিরুদ্ধেও একটি মিথ্যা অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ।

.

ভুক্তভোগী কৃষক মুক্তার হোসেন জানান, উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে প্রতিবেশী মিজানুর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ১৫ এপ্রিল রাতে গোহাইলবাড়ী-নওপাড়া সড়কে যাওয়ার সময় একা পেয়ে মিজানুর রহমান ও তার লোকজন তার ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এবং স্বজনরা এসে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

.

মুক্তার হোসেন এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—মৃত আব্দুল আজিজের ছেলে মিজানুর রহমান (৫৫), মৃত তিজারদ্দিনের ছেলে আইয়ুব আলী, তার ছেলে নাজমুল (২৫), ও আব্দুস সত্তারের ছেলে সিদ্দিক (৩৫)।

.

অভিযোগকারী আরও জানান, হামলার ঘটনাটি আড়াল করতে এবং চাপ সৃষ্টির উদ্দেশ্যে প্রতিপক্ষ তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে—যেখানে বলা হয়েছে, তিনি নাকি তাদের জমি থেকে পেঁয়াজ উত্তোলন করে নিয়ে গেছেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

.

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। উভয়পক্ষের বক্তব্য যাচাই করে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

error: Content is protected !!

কৃষকের ওপর দুর্বৃত্তদের হামলা থানায় পাল্টা-পালটি অভিযোগ

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :

রবিউল ইসলাম রুবেল:

ফরিদপুরের বোয়ালমারীতে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মুক্তার হোসেন (৫০) নামে এক কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরে কৃষকের আগে এসে পাল্টাভাবে কৃষকের বিরুদ্ধেও একটি মিথ্যা অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ।

.

ভুক্তভোগী কৃষক মুক্তার হোসেন জানান, উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে প্রতিবেশী মিজানুর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ১৫ এপ্রিল রাতে গোহাইলবাড়ী-নওপাড়া সড়কে যাওয়ার সময় একা পেয়ে মিজানুর রহমান ও তার লোকজন তার ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এবং স্বজনরা এসে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

.

মুক্তার হোসেন এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—মৃত আব্দুল আজিজের ছেলে মিজানুর রহমান (৫৫), মৃত তিজারদ্দিনের ছেলে আইয়ুব আলী, তার ছেলে নাজমুল (২৫), ও আব্দুস সত্তারের ছেলে সিদ্দিক (৩৫)।

.

অভিযোগকারী আরও জানান, হামলার ঘটনাটি আড়াল করতে এবং চাপ সৃষ্টির উদ্দেশ্যে প্রতিপক্ষ তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে—যেখানে বলা হয়েছে, তিনি নাকি তাদের জমি থেকে পেঁয়াজ উত্তোলন করে নিয়ে গেছেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

.

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। উভয়পক্ষের বক্তব্য যাচাই করে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট