রবিউল ইসলাম রুবেল:
ফরিদপুরের বোয়ালমারীতে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মুক্তার হোসেন (৫০) নামে এক কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরে কৃষকের আগে এসে পাল্টাভাবে কৃষকের বিরুদ্ধেও একটি মিথ্যা অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ।
.
ভুক্তভোগী কৃষক মুক্তার হোসেন জানান, উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে প্রতিবেশী মিজানুর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ১৫ এপ্রিল রাতে গোহাইলবাড়ী-নওপাড়া সড়কে যাওয়ার সময় একা পেয়ে মিজানুর রহমান ও তার লোকজন তার ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এবং স্বজনরা এসে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
.
মুক্তার হোসেন এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—মৃত আব্দুল আজিজের ছেলে মিজানুর রহমান (৫৫), মৃত তিজারদ্দিনের ছেলে আইয়ুব আলী, তার ছেলে নাজমুল (২৫), ও আব্দুস সত্তারের ছেলে সিদ্দিক (৩৫)।
.
অভিযোগকারী আরও জানান, হামলার ঘটনাটি আড়াল করতে এবং চাপ সৃষ্টির উদ্দেশ্যে প্রতিপক্ষ তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে—যেখানে বলা হয়েছে, তিনি নাকি তাদের জমি থেকে পেঁয়াজ উত্তোলন করে নিয়ে গেছেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
.
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। উভয়পক্ষের বক্তব্য যাচাই করে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।