নাটোরের লালপুরে পদ্মানদীতে মা ইলিশ ধরা বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পযন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান। পরে জব্দকৃত ৪ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অধিনায়ক আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় যদি কোনো অসাধু মৎস্যজীবী মাছ ধরতে নামে, তাদের বিরুদ্ধে প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন আরও কঠোর অবস্থান গ্রহণ করবে।
প্রিন্ট