রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি দু’দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, গত ১৮ অক্টোবর শুক্রবার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর স্কুল মাঠে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুণ্ডমালা পৌর বিএনপির সভাপতি আজাহার আলী মাষ্টার, মুণ্ডমালা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম রেজা, মুণ্ডমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক ও আগামি মুন্ডুমালা পৌর নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ফিরোজ কবির, মুণ্ডমালা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামূল হক, আব্দুর রহিম, জেলা যুবদল সদস্য বদিউজ্জামাল জুয়েল, বাধাইড় ইউপির সাবেক সদস্য আলহাজ মফিজ উদ্দিন, মুণ্ডমালা পৌর যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম মাষ্টার, সদস্য সচিব আবু বাক্কার, মুণ্ডমালা পৌর ছাত্রদল আহবায়ক আজিম উদ্দীন প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামিউর রহমান (পপেল), রেজাউল করিম রুবেল, শরিফ, এমরান, টুটিুল ও জিযাউর রহমান।
এদিকে দু’দিনব্যাপী আয়োজিত প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। শুক্রবার উদ্বোধনী দিনে ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয় এবং শনিবার সমাপনী দিনে ৮টি দলের খেলা অনুষ্টিত হবে।
এদিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করবেন বলে জানা গেছে।
প্রিন্ট