রাজশাহীর বাঘায় বজ্রপাতে মুক্তার হোসেন (৩৭) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৯ অক্টোবর ২০২৪) বেলা আড়াইটায় পদ্মার চরে গাছ কাটার সময় আকস্মিকভাবে বৃষ্টি ও বজ্রপাতে তিনি আক্রান্ত হন। বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালের দিকে নিয়ে যান।
তবে হাসপাতাল পৌঁছানোর পর চিকিৎসক মুক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তার হোসেন উপজেলার খায়েরহাট গ্রামের ইনছার আলী সরদারের ছেলে।
এই দুর্ঘটনায় মুক্তারের পরিবার ও স্থানীয় সমাজে শোকের ছায়া নেমে এসেছে। বাঘা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিয়াম হোসেন জানিয়েছেন, মুক্তার হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
প্রিন্ট