ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোয়ালচামট মোল্লাবাড়ী সড়ক কলোনী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo ধলার মোড়ে তিন দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব শুরু Logo পুলিশ পরিচয়ে ডাকাতিকালে ভেড়ামারায় অস্ত্র-গুলিসহ ছাত্রলীগ নেতা আটক Logo ফরিদপুরের চরাঞ্চাচলের শীতার্তদের মাঝে ফারিয়ান ইউসুফ এর শীতবস্ত্র বিতরণ Logo দৌলতপুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo সড়ক দুর্ঘটনায় ভেড়ামারার ১ জন নিহত Logo বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা, মামলা, নিপীড়ন, কারারুদ্ধকরনের বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা Logo দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত Logo নড়াইল সদর ও পৌর শাখা জামায়াতে ইসলামের কার্যালয়ের উদ্বোধন Logo নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম গ্রেপ্তার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় নিহত ছাত্র আন্দোলনকারীদের লাশ উত্তোলনে বাধা

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুরুজ আলী বাবুর লাশ ময়নাতদন্তের জন্য তুলতে দেয়নি পরিবার। একই দিনে গুলিবিদ্ধ হয়ে নিহত আরেকজন আশরাফুল ইসলামের লাশও কবর থেকে তুলতে না দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরে গেছেন।

 

৫ আগস্ট কুষ্টিয়া সদরে এ দুইজন নিহত হন। ৩ অক্টোবর আদালত তাদের লাশ ময়নাতদন্তের নির্দেশ দিলেও আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশ তুলতে গেলে দুই পরিবারই আপত্তি জানান।

 

মামলা সূত্রে জানা যায়, ৫ আগস্ট দুপুরে শহরের থানাপাড়া এলাকায় মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সুরুজ আলী বাবু (৩২)। এ ঘটনায় ১৫ আগস্ট রাইসুল হক নামে এক আন্দোলনকারী ৩৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। বাবু সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের নওশের আলীর ছেলে এবং পেশায় স্বর্ণকার ছিলেন।

 

অপরদিকে, একই দিনে শহরের বকচত্বর এলাকায় আশরাফুল ইসলাম গুলিতে নিহত হন। ২০ আগস্ট তার স্ত্রী লাবণী আক্তার ইতি কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ২৯ জনের নাম উল্লেখ করা হয়। আশরাফুল (৩৬) সদর উপজেলার শালদহ গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং রং মিস্ত্রির কাজ করতেন। উভয় মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ইকবাল হাসান জানান, লাশ দুটো ময়নাতদন্তের জন্য উত্তোলন করতে গিয়ে উভয় পরিবার ও গ্রামবাসীদের আপত্তির মুখে পড়েন। প্রায় এক ঘণ্টা বোঝানোর চেষ্টা করেও সুফল আসেনি।

 

বাবু হত্যা মামলার বাদী রাইসুল হক বলেন, “ঘটনার এত দিন পরে এসে আন্দোলনের শহীদের লাশ কবর থেকে তোলা মানে অমর্যাদা করা।” নিহত আশরাফুলের স্ত্রী লাবণী আক্তার ইতি বলেন, “আমি আমার স্বামীর লাশ কবর থেকে উত্তোলন করতে রাজি নই। আল্লাহ এর বিচার করবেন।”

 

 

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, “লাশ উত্তোলনের ব্যাপারে পরিস্থিতি লক্ষ্য করে আমি কোন সিদ্ধান্ত না নিয়ে জেলার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করি এবং ফিরে আসি।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

গোয়ালচামট মোল্লাবাড়ী সড়ক কলোনী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!

কুষ্টিয়ায় নিহত ছাত্র আন্দোলনকারীদের লাশ উত্তোলনে বাধা

আপডেট টাইম : ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুরুজ আলী বাবুর লাশ ময়নাতদন্তের জন্য তুলতে দেয়নি পরিবার। একই দিনে গুলিবিদ্ধ হয়ে নিহত আরেকজন আশরাফুল ইসলামের লাশও কবর থেকে তুলতে না দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরে গেছেন।

 

৫ আগস্ট কুষ্টিয়া সদরে এ দুইজন নিহত হন। ৩ অক্টোবর আদালত তাদের লাশ ময়নাতদন্তের নির্দেশ দিলেও আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশ তুলতে গেলে দুই পরিবারই আপত্তি জানান।

 

মামলা সূত্রে জানা যায়, ৫ আগস্ট দুপুরে শহরের থানাপাড়া এলাকায় মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সুরুজ আলী বাবু (৩২)। এ ঘটনায় ১৫ আগস্ট রাইসুল হক নামে এক আন্দোলনকারী ৩৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। বাবু সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের নওশের আলীর ছেলে এবং পেশায় স্বর্ণকার ছিলেন।

 

অপরদিকে, একই দিনে শহরের বকচত্বর এলাকায় আশরাফুল ইসলাম গুলিতে নিহত হন। ২০ আগস্ট তার স্ত্রী লাবণী আক্তার ইতি কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ২৯ জনের নাম উল্লেখ করা হয়। আশরাফুল (৩৬) সদর উপজেলার শালদহ গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং রং মিস্ত্রির কাজ করতেন। উভয় মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ইকবাল হাসান জানান, লাশ দুটো ময়নাতদন্তের জন্য উত্তোলন করতে গিয়ে উভয় পরিবার ও গ্রামবাসীদের আপত্তির মুখে পড়েন। প্রায় এক ঘণ্টা বোঝানোর চেষ্টা করেও সুফল আসেনি।

 

বাবু হত্যা মামলার বাদী রাইসুল হক বলেন, “ঘটনার এত দিন পরে এসে আন্দোলনের শহীদের লাশ কবর থেকে তোলা মানে অমর্যাদা করা।” নিহত আশরাফুলের স্ত্রী লাবণী আক্তার ইতি বলেন, “আমি আমার স্বামীর লাশ কবর থেকে উত্তোলন করতে রাজি নই। আল্লাহ এর বিচার করবেন।”

 

 

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, “লাশ উত্তোলনের ব্যাপারে পরিস্থিতি লক্ষ্য করে আমি কোন সিদ্ধান্ত না নিয়ে জেলার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করি এবং ফিরে আসি।”


প্রিন্ট