ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালুখালীতে যুবলীগ নেতা গ্রেফতার Logo বাঘায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার Logo মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযান অব্যাহতঃ রোগীদের স্বস্তি, পুলিশের কঠোর অবস্থান Logo নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়েকের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদসভা Logo সদরপুরে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ ৩জন গ্রেপ্তার Logo রাজশাহীতে জমি দখল করতে না পেরে মিথ্যা মামলা, সংবাদ সম্মেলন Logo ফরিদপুরে পেনশনের টাকা হিসাবে যুক্ত হয়ে আবার ফেরৎ যাওয়ায় বিপাকে ৪৯ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারি Logo ভূরুঙ্গামারীতে বোরো ধানের বাম্পার ফলন, দামে হতাশ কৃষক Logo ছোটগল্পঃ জৈষ্ঠ্যের দিনগুলি Logo রাত থেকে নিখোঁজ, ভোরে ডোবায় মিললো কিশোরের দগ্ধ মরদেহ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চরভদ্রাসনে চরে জমি দেখতে এসে নিখোঁজ হওয়ার তিন দিনেও সন্ধান মেলেনি প্রবাসীর

মুস্তাফিজুর রহমান শিমুলঃ

ফরিদপুরের চরভদ্রাসনে চরে নিজের জমি দেখতে এসে নিখোঁজ রয়েছেন সোহরাব ব্যাপারী(৬৫)নামের এক প্রবাসী। তিনি গত শুক্রবার (৯মে)দুই ভাইকে সাথে নিয়ে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের একটি চরে জমি দেখেতে এসে নিখোঁজ হন।তিনি ঢাকার দোহার উপজেলার হরিচন্ডি গ্রামের বাসিন্দা মিলন ব্যাপারীর ছেলে।

.

নিখোঁজ ব্যাক্তির পরিবারের বরাত দিয়ে চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা জানান,সোহরাব ব্যাপারী তার দুই ভাই নিয়ে শুক্রবার চরে জমি দেখেতে আসেন।কিছু সময় পরে ভাইদের নিয়ে পানি খাওয়ার উদ্দ্যেশে ঐ চরে ফারুক মোল্লা নামের এক ব্যাক্তির ভাওর বাড়ির দিকে অগ্রসর হন।

.

এসময় সোহরাব ব্যাপারী পেছনে পরে যায়।তার আসতে দেরি দেখে তার ভাইয়েরা ফোন দিলে তিনি চরের কাশবনের মধ্যে দিক হাড়িয়ে ফেলেছেন বলে জানায়।প্রচন্ড গরমে তার অস্থির লাগছে বলেও অবগত করেন তার ভাইদের।তার ব্যাবহৃত এন্ড্রয়েট ফোনটি একদিন পর বন্ধ দেখালেও বাটন ফোনটি আজ রবিবার পর্যন্ত সচল আছে বলে জানা যায়।

.

তার সন্ধানে চেয়ারম্যান স্থানীয়দের দিয়ে খোজ করাচ্ছেন। এছাড়া ঐ ব্যাক্তির পরিবারের সদস্যরা শনিবার হেলিকপ্টার,ড্রোন ও স্থানীয় দুই শতাধিক মানুষের সহায়তায় ঘটনাস্থলের আশেপাশে তার সন্ধানে খোজাঁখুজি করে কোন সন্ধান পায়নি।

.

নিখোঁজ ব্যাক্তির বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃরজিউল্লাহ খান বলেন,খবর পেয়ে পুলিশ নিয়ে শনিবার ঘঁনাস্থলে যান তিনি। যায়গাটি খুবই নির্জন চারিপাশে কয়েক কিলোমিটার জুরে ভুট্ট্রাক্ষেত ও ঘনকাশবন।নিখোাঁজ ব্যাক্তির পরিবরের পক্ষথেকে এখনও কোন অভিযোগ করেনি।নিখোঁজ সোহরাব ব্যাপারীর সন্ধানে স্থানীয়দের সহযোগীতায় চরে খোজাঁ খুজি অব্যাহত রয়েছে বলে জানায় ওসি রজিউল্লাহ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে যুবলীগ নেতা গ্রেফতার

error: Content is protected !!

চরভদ্রাসনে চরে জমি দেখতে এসে নিখোঁজ হওয়ার তিন দিনেও সন্ধান মেলেনি প্রবাসীর

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি :

মুস্তাফিজুর রহমান শিমুলঃ

ফরিদপুরের চরভদ্রাসনে চরে নিজের জমি দেখতে এসে নিখোঁজ রয়েছেন সোহরাব ব্যাপারী(৬৫)নামের এক প্রবাসী। তিনি গত শুক্রবার (৯মে)দুই ভাইকে সাথে নিয়ে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের একটি চরে জমি দেখেতে এসে নিখোঁজ হন।তিনি ঢাকার দোহার উপজেলার হরিচন্ডি গ্রামের বাসিন্দা মিলন ব্যাপারীর ছেলে।

.

নিখোঁজ ব্যাক্তির পরিবারের বরাত দিয়ে চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা জানান,সোহরাব ব্যাপারী তার দুই ভাই নিয়ে শুক্রবার চরে জমি দেখেতে আসেন।কিছু সময় পরে ভাইদের নিয়ে পানি খাওয়ার উদ্দ্যেশে ঐ চরে ফারুক মোল্লা নামের এক ব্যাক্তির ভাওর বাড়ির দিকে অগ্রসর হন।

.

এসময় সোহরাব ব্যাপারী পেছনে পরে যায়।তার আসতে দেরি দেখে তার ভাইয়েরা ফোন দিলে তিনি চরের কাশবনের মধ্যে দিক হাড়িয়ে ফেলেছেন বলে জানায়।প্রচন্ড গরমে তার অস্থির লাগছে বলেও অবগত করেন তার ভাইদের।তার ব্যাবহৃত এন্ড্রয়েট ফোনটি একদিন পর বন্ধ দেখালেও বাটন ফোনটি আজ রবিবার পর্যন্ত সচল আছে বলে জানা যায়।

.

তার সন্ধানে চেয়ারম্যান স্থানীয়দের দিয়ে খোজ করাচ্ছেন। এছাড়া ঐ ব্যাক্তির পরিবারের সদস্যরা শনিবার হেলিকপ্টার,ড্রোন ও স্থানীয় দুই শতাধিক মানুষের সহায়তায় ঘটনাস্থলের আশেপাশে তার সন্ধানে খোজাঁখুজি করে কোন সন্ধান পায়নি।

.

নিখোঁজ ব্যাক্তির বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃরজিউল্লাহ খান বলেন,খবর পেয়ে পুলিশ নিয়ে শনিবার ঘঁনাস্থলে যান তিনি। যায়গাটি খুবই নির্জন চারিপাশে কয়েক কিলোমিটার জুরে ভুট্ট্রাক্ষেত ও ঘনকাশবন।নিখোাঁজ ব্যাক্তির পরিবরের পক্ষথেকে এখনও কোন অভিযোগ করেনি।নিখোঁজ সোহরাব ব্যাপারীর সন্ধানে স্থানীয়দের সহযোগীতায় চরে খোজাঁ খুজি অব্যাহত রয়েছে বলে জানায় ওসি রজিউল্লাহ।


প্রিন্ট