মুস্তাফিজুর রহমান শিমুলঃ
ফরিদপুরের চরভদ্রাসনে চরে নিজের জমি দেখতে এসে নিখোঁজ রয়েছেন সোহরাব ব্যাপারী(৬৫)নামের এক প্রবাসী। তিনি গত শুক্রবার (৯মে)দুই ভাইকে সাথে নিয়ে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের একটি চরে জমি দেখেতে এসে নিখোঁজ হন।তিনি ঢাকার দোহার উপজেলার হরিচন্ডি গ্রামের বাসিন্দা মিলন ব্যাপারীর ছেলে।
.
নিখোঁজ ব্যাক্তির পরিবারের বরাত দিয়ে চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা জানান,সোহরাব ব্যাপারী তার দুই ভাই নিয়ে শুক্রবার চরে জমি দেখেতে আসেন।কিছু সময় পরে ভাইদের নিয়ে পানি খাওয়ার উদ্দ্যেশে ঐ চরে ফারুক মোল্লা নামের এক ব্যাক্তির ভাওর বাড়ির দিকে অগ্রসর হন।
.
এসময় সোহরাব ব্যাপারী পেছনে পরে যায়।তার আসতে দেরি দেখে তার ভাইয়েরা ফোন দিলে তিনি চরের কাশবনের মধ্যে দিক হাড়িয়ে ফেলেছেন বলে জানায়।প্রচন্ড গরমে তার অস্থির লাগছে বলেও অবগত করেন তার ভাইদের।তার ব্যাবহৃত এন্ড্রয়েট ফোনটি একদিন পর বন্ধ দেখালেও বাটন ফোনটি আজ রবিবার পর্যন্ত সচল আছে বলে জানা যায়।
.
তার সন্ধানে চেয়ারম্যান স্থানীয়দের দিয়ে খোজ করাচ্ছেন। এছাড়া ঐ ব্যাক্তির পরিবারের সদস্যরা শনিবার হেলিকপ্টার,ড্রোন ও স্থানীয় দুই শতাধিক মানুষের সহায়তায় ঘটনাস্থলের আশেপাশে তার সন্ধানে খোজাঁখুজি করে কোন সন্ধান পায়নি।
.
নিখোঁজ ব্যাক্তির বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃরজিউল্লাহ খান বলেন,খবর পেয়ে পুলিশ নিয়ে শনিবার ঘঁনাস্থলে যান তিনি। যায়গাটি খুবই নির্জন চারিপাশে কয়েক কিলোমিটার জুরে ভুট্ট্রাক্ষেত ও ঘনকাশবন।নিখোাঁজ ব্যাক্তির পরিবরের পক্ষথেকে এখনও কোন অভিযোগ করেনি।নিখোঁজ সোহরাব ব্যাপারীর সন্ধানে স্থানীয়দের সহযোগীতায় চরে খোজাঁ খুজি অব্যাহত রয়েছে বলে জানায় ওসি রজিউল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।