লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) সকাল ৮ টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন করিমপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। সকাল ১১ টার দিকে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে সময়ের প্রত্যাশাকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান।
.
জানা যায়, রবিবার রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮ টার দিকে আব্দুলপুর স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাত বৃদ্ধ চলন্ত ট্রেনের সামনে চলে আসায় ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন সময়ের প্রত্যাশাকে বলেন, বৃদ্ধ লোকটি চলন্ত ট্রেনের পাশের লাইন দিয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু ট্রেন আসতে দেখে বুঝতে না পেরে সে চলন্ত ট্রেনের লাইনে চলে আসায় ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। এ সময় ট্রেন চালক তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান তিনি।
.
এ বিষয়ে জিআরপি থানার ওসি জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে সকাল ১১ টার দিকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
প্রিন্ট