ঠাকুরগাঁওয়ে এলজিইডির তৎকালীন কার্যসহকারী আবু সাঈদ মো. করিম ও সার্ভেয়ার মফিজুর রহমানের বিরুদ্ধে বদলি হওয়ার দুই বছর পরও সরকারি কোয়ার্টার না ছাড়ার অভিযোগ উঠেছে। এই দুই কর্মকর্তা মাসের পর মাস বিনা ভাড়ায় বাস করছেন এবং তাদের বিদ্যুৎ বিলও পরিশোধ করছেন না। কোয়ার্টারে প্রায় ৮ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সূত্র জানায়, আবু সাঈদ মো. করিম প্রায় ৩ বছর আগে বদলি হয়ে দিনাজপুর জেলায় গেছেন এবং মফিজুর রহমান প্রায় ২ বছর আগে পঞ্চগড় জেলায় বদলি হন। অন্য জেলায় বদলি হওয়ার পরও তারা সরকারি কোয়ার্টারের ঘর দখলে রেখেছেন। কর্তৃপক্ষের বারবার নোটিশের পরও তারা ঘর ছাড়ছেন না, যা উপজেলা কর্তৃপক্ষের জন্য সমস্যা সৃষ্টি করেছে।
কোয়ার্টার বরাদ্দ-সংক্রান্ত তথ্য অনুসন্ধানে দেখা গেছে, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বাসভবন বাদে ১৪টি দ্বিতলা ভবন রয়েছে, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাস করছেন। এই ভবনে থাকা কর্মকর্তাদের মধ্যে আবার কেউ নিয়মিত ভাড়া পরিশোধ করেন না এবং বিদ্যুৎ বিলের বকেয়া রয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীরা জানান, এক জেলা থেকে অন্য জেলায় বদলি হলে আগের কোয়ার্টারে থাকার নিয়ম নেই। অনেকবার বলার পরও ওই দুইজন কর্মকর্তা প্রায় ৩ বছর ধরে ঘর দখলে রেখেছেন, ফলে অন্য কর্মচারীরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, বদলি হওয়ার পর থেকে তাদের একাধিকবার নোটিশ দেওয়ার পরও তারা ঘর ছাড়ছেন না।
প্রিন্ট