বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাশিয়া ১২৪টি বৃত্তি ঘোষণা করেছে। এই বৃত্তির আওতায় ব্যাচেলর, স্পেশালিটি ডিগ্রি, মাস্টার্স, রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি কোর্সে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার (৭ অক্টোবর) থেকে এবং চলবে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত।
আবেদন করার আগে নিশ্চিত করতে হবে যে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশিট/ট্রান্সক্রিপ্টের মূল এবং ফটোকপি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত রয়েছে। এছাড়া আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী ১৮ মাসের বেশি থাকতে হবে।
এই লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন সম্পন্ন হলে, অনলাইন আবেদনের কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি, পাসপোর্টের ফটোকপি, চিকিৎসা সনদপত্র (হেপাটাইটিস এ, বি, সি যক্ষ্মা এবং এইচআইভি পরীক্ষার রিপোর্ট), ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের জন্য সম্মতিপত্র এবং একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত।
এছাড়া বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে আগামী ৯ অক্টোবর রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘রাশিয়ায় উচ্চশিক্ষা’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
প্রিন্ট