ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

জিমেইলে নতুন সামারি কার্ড: তথ্য পাওয়া হবে আরও সহজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ৪৩১ বার পঠিত

গুগল জিমেইলের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে নতুন নকশার সামারি কার্ড যোগ করছে, যা ব্যবহারকারীদের ইনবক্সের অসংখ্য তথ্য সংক্ষেপে জানতে সহায়তা করবে।

 

দীর্ঘদিন ধরে জিমেইলে সামারি কার্ড সুবিধা চালু রয়েছে, যা ব্যবহারকারীদের অর্ডার, প্যাকেজ ট্র্যাকিং এবং ফ্লাইটের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে দেখার সুযোগ দেয়। এখন, তথ্য দেখানোর প্রক্রিয়া উন্নত করতে গুগল নতুন নকশার মাধ্যমে শ্রেণিভেদে সামারি কার্ডের হালনাগাদের কাজ করছে।

 

নতুন নকশার সামারি কার্ডে গুরুত্বপূর্ণ তথ্যের হালনাগাদ প্রদর্শন করা হবে, যেখানে সবচেয়ে জরুরি তথ্য বড় অক্ষরে উল্লেখ থাকবে। উদাহরণস্বরূপ, কেনাকাটার ই-মেইলে প্যাকেজ ট্র্যাকিংয়ের বিস্তারিত তথ্য, প্রগ্রেস বার, সরাসরি তথ্যের জন্য ট্র্যাক প্যাকেজ এবং বিক্রেতার ওয়েবসাইট দেখার অপশন থাকবে।

 

অনুষ্ঠানের ই-মেইলে ইভেন্টের নাম, তারিখ, স্থান এবং গুগল ক্যালেন্ডারের লিংকও অন্তর্ভুক্ত থাকবে। ব্যবহারকারীরা আসন নির্বাচন, আমন্ত্রণ জানানোর বাটন এবং ইভেন্টের জন্য পথনির্দেশও দেখতে পারবেন।

 

ক্রেডিট কার্ড ও বিল সংক্রান্ত ই-মেইলে বিলের পরিমাণ, পরিশোধের ন্যূনতম অর্থ এবং বর্তমান ব্যবহারের যোগ্য পরিমাণও নতুন নকশায় থাকবে। পাশাপাশি গুগল টাস্কে বিল পরিশোধের সময় রিমাইন্ডার রাখার বাটনও অন্তর্ভুক্ত করা হবে।

 

ভ্রমণসংক্রান্ত ই-মেইলে একটি গ্রাফিক্সে ফ্লাইটের সময়, বিমানবন্দর ও কনফার্মেশন নম্বর দেখানো হবে এবং বুকিং ও চেক ইন-এর জন্য একটি বাটন থাকবে। হোটেল বুকিং ট্যাবে চেক ইন ও চেক আউটের সময় উল্লেখ থাকবে।

 

এছাড়া, জিমেইল ইনবক্সে নতুন “হ্যাপেনিং সুন” নামের একটি বিভাগ যোগ হবে, যেখানে আসন্ন যেকোনো অনুষ্ঠান বা কার্যক্রমের তথ্য দেখা যাবে। বর্তমানে, শুধু কেনাকাটার তথ্যের নতুন নকশার সামারি কার্ড অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে উন্মুক্ত হচ্ছে এবং পরবর্তী মাসে অন্যান্য বিভাগের জন্যও এই সুবিধা চালু হবে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও নাইনটুফাইভগুগল ডটকম

 


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জিমেইলে নতুন সামারি কার্ড: তথ্য পাওয়া হবে আরও সহজ

আপডেট টাইম : ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
ডেস্ক রিপোর্ট :

গুগল জিমেইলের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে নতুন নকশার সামারি কার্ড যোগ করছে, যা ব্যবহারকারীদের ইনবক্সের অসংখ্য তথ্য সংক্ষেপে জানতে সহায়তা করবে।

 

দীর্ঘদিন ধরে জিমেইলে সামারি কার্ড সুবিধা চালু রয়েছে, যা ব্যবহারকারীদের অর্ডার, প্যাকেজ ট্র্যাকিং এবং ফ্লাইটের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে দেখার সুযোগ দেয়। এখন, তথ্য দেখানোর প্রক্রিয়া উন্নত করতে গুগল নতুন নকশার মাধ্যমে শ্রেণিভেদে সামারি কার্ডের হালনাগাদের কাজ করছে।

 

নতুন নকশার সামারি কার্ডে গুরুত্বপূর্ণ তথ্যের হালনাগাদ প্রদর্শন করা হবে, যেখানে সবচেয়ে জরুরি তথ্য বড় অক্ষরে উল্লেখ থাকবে। উদাহরণস্বরূপ, কেনাকাটার ই-মেইলে প্যাকেজ ট্র্যাকিংয়ের বিস্তারিত তথ্য, প্রগ্রেস বার, সরাসরি তথ্যের জন্য ট্র্যাক প্যাকেজ এবং বিক্রেতার ওয়েবসাইট দেখার অপশন থাকবে।

 

অনুষ্ঠানের ই-মেইলে ইভেন্টের নাম, তারিখ, স্থান এবং গুগল ক্যালেন্ডারের লিংকও অন্তর্ভুক্ত থাকবে। ব্যবহারকারীরা আসন নির্বাচন, আমন্ত্রণ জানানোর বাটন এবং ইভেন্টের জন্য পথনির্দেশও দেখতে পারবেন।

 

ক্রেডিট কার্ড ও বিল সংক্রান্ত ই-মেইলে বিলের পরিমাণ, পরিশোধের ন্যূনতম অর্থ এবং বর্তমান ব্যবহারের যোগ্য পরিমাণও নতুন নকশায় থাকবে। পাশাপাশি গুগল টাস্কে বিল পরিশোধের সময় রিমাইন্ডার রাখার বাটনও অন্তর্ভুক্ত করা হবে।

 

ভ্রমণসংক্রান্ত ই-মেইলে একটি গ্রাফিক্সে ফ্লাইটের সময়, বিমানবন্দর ও কনফার্মেশন নম্বর দেখানো হবে এবং বুকিং ও চেক ইন-এর জন্য একটি বাটন থাকবে। হোটেল বুকিং ট্যাবে চেক ইন ও চেক আউটের সময় উল্লেখ থাকবে।

 

এছাড়া, জিমেইল ইনবক্সে নতুন “হ্যাপেনিং সুন” নামের একটি বিভাগ যোগ হবে, যেখানে আসন্ন যেকোনো অনুষ্ঠান বা কার্যক্রমের তথ্য দেখা যাবে। বর্তমানে, শুধু কেনাকাটার তথ্যের নতুন নকশার সামারি কার্ড অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে উন্মুক্ত হচ্ছে এবং পরবর্তী মাসে অন্যান্য বিভাগের জন্যও এই সুবিধা চালু হবে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও নাইনটুফাইভগুগল ডটকম

 


প্রিন্ট