সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন হলরুমে দিবসটি পালন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় শিক্ষার মান-উন্নয়নে শিক্ষকদের ভূমিকা, শিক্ষকের প্রতি সবার শ্রদ্ধাবোধ ও সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে সচেতনতা তৈরিতে কর্মরত শিক্ষকদের অংশগ্রহনে বিষয়টি তুলে ধরেন আলোচকরা।
রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শামছুদ্দিন, দক্ষিণ ব্যাপারী হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, নেওয়াশী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মন, ডি এম একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আনিছুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার রায়হান কবির,বুড়িরহাট দাখিল মাদ্রাসার সুপার সোহরাব আলী, খেলার ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, কেরামতিয়া যদ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, উচ্চ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল করিম।
এছাড়াও উপজেলার বিভিন্ন কলেজ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উস্থিত ছিলেন। এ সময় গুনি শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রিন্ট