ইসমাইল হােসেন বাবু ,ষ্টাফ রিপাের্টার
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে মাদক মামলার জেল পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৩ নভেম্বর, শনিবার সন্ধ্যা রাতে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের মিরাজ হার্ডওয়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা থেকে মো. রুবেল মন্ডল (৪২) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
সে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের হাসমত ব্যাপারীর ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র্যাবের অভিযানিক দল দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে মিরাজ হার্ডওয়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা থেকে জেল পলাতক আসামি মো. রুবেল মন্ডলকে গ্রেফতার করে।
সে মাদক মামলার এজাহার নামীয় আসামি এবং তার হাজতি নং-২২৯৭/২৪। পরে তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী বলেন,গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার থেকে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। এ ঘটনায় ১৪ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১০।
আরও পড়ুনঃ নতুন নেতৃত্বের আ’লীগ চায় বিএনপি
জেল পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই সূত্র ধরে জেল পলাতক আসামি মো. রুবেল মন্ডলকে গ্রেফতার করে র্যাব।
প্রিন্ট