কুষ্টিয়া খোকসায় হযরত মুহাম্মদ সাঃ এর নিয়ে অশ্লীল কটুক্তি করায় সিরাজের ফাঁসির দাবিতে তাওহীদ জনতা পক্ষ থেকে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে ফুলবাড়ী মোড়ে সিরাজ সদ্দার কিছু মুসলিম জনতার সামনে হযরত মুহাম্মদ সাঃ এর নিয়ে অশ্লীল ও অবমাননাকর কটুক্তি করায় তাৎক্ষণিক ভাবে কিছু জনতা বিক্ষোভে ফেটে পড়েন। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে খোকসা উপজেলা মডেল মসজিদ মুসল্লিরা বের হয়ে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানাকে অবহিত করে প্রতিবাদ জানান।
তাওহীদ জনতা প্রতিবাদ শেষে উপজেলা পরিষদের গেট থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বৃষ্টি উপেক্ষা করে বাস স্ট্যান্ডে এসে এক মানববন্ধন এর আয়োজন করে । এ সময় বক্তব্য রাখেন খোকসা উপজেলা মডেল মসজিদের ইমাম আরিফুল ইসলাম, হাফেজ সালাহউদ্দিন, ইমাম সাইদুল ইসলাম, মিরাজুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ কারী তাওহীদ জনতা সিরাজের ফাঁসির দাবি করেন এবং প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেধে দেন এর মধ্যে সিরাজের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাওহীদ জনতা বিক্ষোভ আন্দোলন গড়ে তুলবে বলে ঘোষণা দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতান এর সাথে কথা বলা হলে তিনি জানান মুসল্লিরা আমাকে অবহিত করার পর পরই আমি থানা অফিসার ইনচার্জ এর সাথে কথা বলেছি যত দ্রুত সম্ভব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন মুসল্লিদের থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে । অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করব ।
প্রিন্ট