ছয়টি চোরাই মটরসাইকেল সহ ৫জনকে আটক করেছে ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা। এ নিয়ে জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয়েছে জেলার গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালমারী ও মধুখালী থানায় অভিযান চালিয়ে ৬টি মটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা গেছে, মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের বারিক মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ি থেকে দু’টি চোরাই মটরসাইকেল ( টিভিএস ব্রান্ডের এ্যাপাচি্ ও বাজাজের পালসার) উদ্ধার সহ তাকে গ্রেফতার করে। একই গ্রাম থেকে আরো তিন জনের কাছ থেকে গাড়িসহ তাদের আটক করেন।
তারা হলো, বিপুল মোল্লা (৩৭) এর কাছ থেকে একটি ১২৫ সিসি ডিসকাভার মটরসাইকেল ও ইলাহী মোল্লার কাছ থেকে ১৩৫ সিসি ডিসকাভার মটরসাইকেল একটি এবং বোয়ালমারী উপজেলার মুজুরদিয়া গ্রামের মোশারফ মোল্লার ছেলে শাহিন মোল্লা (৩৮) এর কাছ থেকে দুটি টিভিএস ব্রান্ডের এ্যাপাচি আরটিআর ও একই উপজেলার চন্দনী গ্রামের আকুব্বর মোল্লার ছেলে তুহিন মোল্লাসহ তাদের ৫ জনকে গ্রেফতার করেন।
এ নিয়ে ফরিদপুর জেলার পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, বোয়ালমারী ও মধুখালী এ দুটি থানা চোরাই মটরসাইকেল বিক্রি করে বলে আমাদের কাছে তথ্য আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬টি মটরসাইকেল সহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
প্রিন্ট