মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে যুব র্যালী, আলোচনা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে যুব র্যালী বের করা হয়। এরপর পর্যায়ক্রমে আলোচনা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন স্বাগত বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন ও পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে সফল আত্মকর্মী মোহাম্মদ আলী বাহার ও যুব সংগঠক কাজী আসকার দানিয়েল সিপার বক্তব্য রাখেন।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদের মোয়াজ্জিন মোঃ নাহিদ শেখ ও গীতা থেকে পাঠ করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কানাই লাল রায়।
বিভিন্ন ক্যাটাগরীতে প্রশিক্ষিত ৯জনের মাঝে ৮ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক এবং ৬ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
পাংশা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট