কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আকাশ কুমার কুন্ডু কে ভেড়ামারা উপজেলায় বহাল রাখা ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থী,উপজেলার ৩টি স্কুলের শিক্ষার্থী ও এলাকার সচেতন ব্যাক্তিরা।
গত ৩ সেপ্টেম্বর ২০২৪ ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসা আকাশ কুমার কুন্ডু’র বদলির আদেশ আসে এবং তা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে ও পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বর মোড়ে এসে মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী ইউএনওকে ভেড়ামারাতে বহাল রাখতে ভেড়ামারা উপজেলার ৩-৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েক জন শিক্ষক এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন,শিক্ষার্থী রেজওয়ানুল জান্নাত তপু,স্বাধীন খন্দকার ফাহিম ও সিয়াম হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, অসাধারণ গুণের অধিকারী ইউএনও আকাশ কুমার কুন্ডুকে ভেড়ামারা উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তারা।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু জানান, ৭জুন ২০২৩ ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করি এবং বদলির আদেশ আসে গত ৩ সেপ্টেম্বর ২০২৪। যোগদান করার কথা মেহেরপুর সদরে।
প্রিন্ট