ফরিদপুরে ১০৪ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইসাহাক আলী পাটাদার (৪৫)। বুধবার বুধবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে জেলা শহরের রঘুনন্দনপুর এলাকার একটি বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম মৃত নূরুউদ্দিন পাট্টাদার।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে ১০৪ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা ইছাহাককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।