রাজবাড়ীর গোয়ালন্দে দখল, ভাংচুর, চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের সাথে জড়িয়ে বক্তব্য দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয় চত্বরে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব্যানারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহন মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সম্মেলনে সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, রাজবাড়ী- ১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম নোংরা রাজনীতি করেন না এবং নোংরা রাজনীতি পছন্দও করেন না। তার হাতে গড়া গোয়ালন্দ উপজেলা বিএনপি কখনো চাঁদাবাজি, দখলবাজি, মাদক সিন্ডিকেটের সাথে জড়িত ছিলো না, এখনো নেই। যে বা যারা এগুলো করছেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দৌলতদিয়া পতিতাপল্লীর নেত্রী ঝুমুরকে ব্যাক্তিগতভাবে আমি চিনি না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সংগঠনের বিভিন্ন কার্যক্রম দেখেছি। তার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে তাকে সহায়তার যে অভিযোগ উঠেছে তা আপনারাও (সাংবাদিকরা) খতিয়ে দেখুন। এটার আদৌ কোন ভিত্তি আছে কি না। এ সকল মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানাই।