ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে ভেজাল অণুসার (দস্তা ও বোরন) বিক্রয় করার অপরাধে ৪জন দোকানীকে মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট ১৯,০০০/- (উনিশ হাজার) টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের বিচারক। মোবাইল কোর্টে থাকা মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, সোমবার (০৭ এপ্রিল) সকালের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা, এর নেতৃত্বে কেশরহাট পৌরসভার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
.
এ সময় মেসার্স মুকবুল কীটনাশক এন্ড সীড ষ্টোরে ভেজাল অণুসার (দস্তা ও বোরন) বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইনে ২০০৬, ১৭ এর ২ঘ ধারায় ২,০০০ হাজার টাকা জরিমানা হয়। মেসার্স আমিনুল কীটনাশক সীড এন্ড ষ্টোর তাকে একই অপরাধে ২,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স তুষার কীটনাশক ষ্টোর তাকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও ভেজাল সার রাখার অপরাধে দোকানিকে ১০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স কৃষি কল্যাণ তাকেও একই অপরাধে ৫,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
.
কৃষি অফিসার জানান তাদের বিরুদ্ধে এর আগে স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে দোকানের সার ও কীটনাশক সংগ্রহ করে টেস্ট করা হয়। টেস্টে ভেজাল প্রমাণিত হলে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অব্দুল মান্নান, উপজেলা উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল, মোহনপুর থানার পুলিশের এস আই সিরাজ সহ সঙ্গীও ফোর্স ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। উপজেলায় অবৈধ কীটনাশক বিক্রেতার বিরুদ্ধে এ আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত পণ্য নিয়ে আসা হয়।
.
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা নিকট জানতে চাইলে তিনি জানান, স্থানীয় কৃষকসহ উপজেলা কৃষি অফিস সূত্রে অভিযোগ পেয়েছি কেশরহাট বাজারে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় ভেজাল অণুসার ও ভেজাল কীটনাশক বিক্রয় করে আসছে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, কৃষকদের স্বার্থে এরকম মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান এ উপজেলা নির্বাহী অফিসার।
প্রিন্ট