শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় ধর্ষিতার পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন ২ কার্টুন খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন উপজেলা খোদ্দসাধুয়া গ্রামে ধর্ষিতার পুড়ে যাওয়া বাড়িতে।
.
এ সময় তিনি তার চাচা বিপুল ও দাদীর কাছে চাউল, ডাউল, তেল, লবণসহ বিভিন্ন রকমের ফল বুঝিয়ে দেন। তিনি তার দপ্তর হতে নগর বিশ হাজার টাকার চেক প্রদানেরও আশ্বাস দেন।
.
এ সময় তিনি বলেন আপনাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়; হয়তো আমি পুষিয়ে দিতে পারব না। তারপরও আমার দপ্তর হতে যতটুকু সম্ভব সবকিছুই করব। তিনি বলেন উক্ত ঘটনার বিষয়ে প্রশাসনের তদন্ত চলছে, অচিরেই দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.
উল্লেখ্য গত ১ এপ্রিল ধর্ষিতার মা পাশের বাড়িতে পেঁয়াজ কাটতে গেলে রাত হয়ে যায়। এই সময় তিনি তার ১০ বছরের মেয়েকে বাড়ি যেতে বললে মেয়ে জানায় আমি একা বাড়ি যেতে পারবো না এখন অন্ধকার হয়ে গেছে; তখন ওই বাড়ির সম্পর্কে দাদা আফজাল তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মেয়েটি তার সঙ্গে নিয়ে এসে পথের মধ্যে তিনি তাকে জোর করে ধর্ষণ করে । মেয়ে পরদিন বিষয়টি বাড়িতে জানালে সবাই মিলে ধর্ষক কে ধরে পুলিশের নিকট সোপর্দ করেন। পরের দিন রাতের অন্ধকারে ধর্ষিতার বাড়িতে আগুন লাগিয়ে ঘর পুড়িয়ে দেওয়া হয়। উক্ত ধর্ষক আফজাল এর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট