অপার সৌন্দর্যের লীলাভূমি লাগো দি বলসেনা‘য় আনন্দ ভ্রমনে ফিডেনবাসী সহ রোমের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা অংশগ্রহন করেন। প্রবাস জীবনের ক্লান্তি মুছে, নতুনের তারুণ্যে উদ্ভাসিত হয়ে জোহরা ঈশিতার সার্বিক তত্ত্বাবধানে ফিডেনবাসীর আনন্দ ভ্রমনে ব্যবস্থাপনায় ছিলেন শাহিন মোল্লা, নজরুল ইসলাম, রুবেল, রোমান আকন, শায়ন মোল্লা, শহিদুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন দিদার, সৈকত, রফিকুল, ইমু, আরজু, টিংকি, রাশেদ, মনির, ইব্রাহিম ও বাবু ।
এছাড়াও সম্মানিত মুরব্বি গন এবং ইতালির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
- আরও পড়ুনঃ বেলজিয়াম আ’লীগের জাতীয় শোক দিবস পালন
তারা জানান, প্রবাসীদের বিনোদন ও আনন্দঘন মূহুত্ব উপভোগ করানোর উদ্দেশ্যে এই আয়োজন। এটা শুধু আনন্দ ভ্রমনই নয়, প্রবাসে ঐক্যবদ্ধ সামাজিক বন্ধনেও ভূমিকা রয়েছে।
এক ঘেয়ামী দূর করে, আনন্দ উল্লাসের মধ্যদিয়ে সময় কাটাতে পেরে প্রবাসীরা আনন্দিত। আয়োজনে বিভিন্ন পর্বে সকল বয়সীদের খেলার পাশাপাশি আর্কষণীয় গ্র্যান্ড র্যাফেল ড্রতে সকলবিজয়ীদের সংগঠনের নেতৃবৃন্দ পুরস্কৃত করেন।