ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ২০ আগস্ট বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রাম সংলগ্ন কুমার নদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকালে কুমার নদের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি লাশ দেখতে পায়। পরে তারা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পরনে ছিল লাল গেঞ্জি ও লুঙ্গি।
থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও নৌ পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নৌ পুলিশ থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে লাশ টি নদী পানিতে ভেসে এসেছে। দেশে আসছে। নৌ পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।