সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে নিউজ 24 সহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, বাংলাভিশন এর ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারী তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতু।
সভায় বক্তারা বলেন গতকাল দিনে দুপুরে যেভাবে বর্বরোচিত কায়দায় নিউজ 24 সহ অন্যান্য প্রতিষ্ঠানের উপর হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বলেন একটা স্বাধীন দেশে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। তারা বলেন আপনার গণমাধ্যম নিয়ে খেলা করবেন না। এর পরিণাম ভালো হবে না।
বক্তারা অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।