বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরার মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৪ আগস্ট) সকালে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রওশন মার্কেট চত্বরে এসে অবস্থান কর্মসূচীতে সমবেত হন।
উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধার সভাপতিত্বে ১৪ ও ১৫ আগস্ট দুইদিনব্যাপি এই অবস্থান কর্মসূচী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যা ও স্বৈরাচারী শেখ হাসিনাসহ তার দোসরদের আইনের আওতায়
বিচারের দাবি জানান।
উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান মিল্টনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা
বিএনপি’র সদস্য সচিব মো. আকতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, যুগ্ম আহবায়ক এসএম ইফনুস আলী, নজরুল ইসলাম, গোলাম আজম সাবু, যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারামিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি নুর আমিন শিকদার সজিব, সদস্য সচিব রজব আলী, আমিনুর রহমান কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাকিল সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক তৌফিক কালাম অভি ও ফেরদৌস রানা।
এ সময় বক্তরা ১৫ আগষ্টও রাজপথে অবস্থান করার ঘোষণা দেন।