রাজবাড়ী জেলা বিএনপির সহসভাপতি লায়ন এড. আব্দুর রাজ্জাক খাঁন বলেছেণ,আওয়ামী লীগ হিন্দু মুসলিম বিভেদের চেষ্টা করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে সজাগ থাকুন।
তিনি গত মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাধবপুর বাজারে বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন।
ফিরোজ রহমান টিটোর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন নাজির হোসেন দাদন।
সভায় রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, মোহাম্মদ আইনুল হাবিব,মসলেম উদ্দিন মিঞা, হাসমত আলী, সাজাহান মোল্লা,আ: লতিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে স্বৈরাচার পতন আন্দোলনে শাহাদত বরনকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।