কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির প্রাণী ঘড়িয়াল। উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের নীচে পদ্মা নদীতে প্রায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যরে এ ঘড়িয়ালটি জেলেদের জালে আটকা পড়ে।
পরে খুলনা বিভাগীয় বন ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপক মফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি টিম ঘড়িয়ালটিকে পদ্মা নদীর নিরাপদ স্থানে অবমুক্ত করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে বৈরাগীরচর গ্রমের জেলে কামরুল ইসলাম পদ্মা নদীতে মাছ ধরতে জাল পাতে। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে জাল তুলতেই উঠে আসে ঘড়িয়ালটি।
পরে স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন দিলে খুলনা বিভাগীয় বন ও পরিবেশ অধিদপ্তরের একটি টিম বিকেল ৪টার দিকে দৌলতপুরে আসেন।
তারা দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ ও মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদের সহযোগিতায় জেলেরা দৌলতপুর উপজেলা বন কর্মকর্তা আবু বকর রুমেল ও স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দীনের কাছে সুস্থ অবস্থাই ঘড়িয়ালটি হস্তান্তর করেন।
পরে তারা পদ্মা নদীর নিরাপদ স্থানে ঘড়িয়ালটি অবমুক্ত করেন।
প্রিন্ট