কুষ্টিয়ার খোকসায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী লাভলি খাতুন এর মানবিক সাহায্যে এগিয়ে এলেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। তিনি লাভলীর চলাফের জন্য একটি হুইল চেয়ার প্রদান করেন।
লাভলি (৩৫) বছর বয়স হলেও নিজে হাঁটা-চলা বা উঠাবসা কিছুই করতে পারে না। লাভলির মা উপজেলা নিবার্হী অফিসারকে জানায় তার মেয়ের জন্য একটা হুইল চেয়ার খুব জরুরি। একটা হুইল চেয়ারের অভাবে মেয়েটাকে সারাদিন ঘরের মধ্যেই বন্দী থাকতে হয়। তাৎক্ষণিকভাবে তিনি লাভলির মাকে হুইলচেয়ারের দেওয়ার কথা বলেন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা প্রশাসনের পক্ষ থেকে লাভলির মায়ের হাতে লাভলির জন্য একটি হুইল চেয়ার তুলে দেন। চেয়ার পেয়ে তাৎক্ষণিকভাবে লাভলির মা খুব খুশি হন।
তিনি বলেন, অনেকদিন হলো আমার মেয়ে হাঁটতে পারে না ঘরে বন্দি হয়ে থাকে, এবার চেয়ারের মাধ্যমে হলেও বাইরে চলাচল করতে পারবে। তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রিন্ট