ঢাকা , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo শীর্ষ মাদক ব্যবসায়ী বিএনপি নেতা লিয়াকত আলীকে বহিস্কার Logo লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন Logo ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যা্ওয়ার্ড প্রদান সম্পন্ন Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পরিস্থিতি শান্ত Logo বাঘায় আম গাছের ডালে ঝুলছিল গৃহবধু Logo লালপুরে তারুণ্যের উৎসবে স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত সভা অনুষ্ঠিত Logo মাগুরাতে ৬ টি ইটভাটাতে পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা ১৩ লক্ষ Logo আশাব্যঞ্জকভাবে বিজ্ঞান শিক্ষায় আরো এগিয়ে যেতে হবেঃ -ইউএনও Logo ফরিদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় ঘুমন্ত মায়ের কোল থেকে আড়াই মাসের শিশু চুরি

মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়ে কুষ্টিয়ার কুমারখালীর আদাবাড়িয়া গ্রাম থেকে আড়াই মাস বয়সের ইসরাফিল নামের এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, সোমবার দিবাগত রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় কোল থেকে ঐ শিশুকে বা কারা নিয়ে গেছে।

 

মঙ্গলবার (১১ জুন) দুপুরে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শিশু ইসরাফিলের বাবা জিয়াউর রহমানের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর।

 

গতকাল সোমবার মায়ের সঙ্গে একই উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে অবস্থিত নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। ওই বাড়ি থেকেই চুরির ঘটনা ঘটেছে।

 

শিশুটির মা রেহেনা বেগম জানান, রাতে খাবারের পর মায়ের সঙ্গে একমাত্র ছেলে ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। দুইজনের মাঝে ছেলে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে ইসরাফিল নেই। একপাশে টিন ও একপাশে বেড়া দেওয়া ঘরের দরজার খিল খোলায় ছিল বলে জানান তিনি। তাৎক্ষণিক বাড়ির সবাই আশেপাশে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি তারা। পরে সকালে বিষয়টি থানায় জানানো হয়েছে।

 

বাগুলাট ইউপি চেয়ারম্যান আজিজুল হক নবা জানান, আদাবাড়িয়া গ্রামের মহন মন্ডলের বাড়ি থেকে শিশু চুরির ঘটনাটি জেনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানার একাধিক টিম শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কাউকে এখনো আটক করা হয়নি।

 

 

প্রসঙ্গত, গত রোববার (৯ জুন) দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে এক দম্পতির ২ মাস বয়সী ছেলেকে বসতঘরের সিঁধ কেটে চুরি করে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ শিশু চুরির ১৫ ঘণ্টার মধ্যে (সোমবার বিকেল) শিশুটিকে উদ্ধার করে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

কুষ্টিয়ায় ঘুমন্ত মায়ের কোল থেকে আড়াই মাসের শিশু চুরি

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :

মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে গিয়ে কুষ্টিয়ার কুমারখালীর আদাবাড়িয়া গ্রাম থেকে আড়াই মাস বয়সের ইসরাফিল নামের এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, সোমবার দিবাগত রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় কোল থেকে ঐ শিশুকে বা কারা নিয়ে গেছে।

 

মঙ্গলবার (১১ জুন) দুপুরে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শিশু ইসরাফিলের বাবা জিয়াউর রহমানের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর।

 

গতকাল সোমবার মায়ের সঙ্গে একই উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে অবস্থিত নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। ওই বাড়ি থেকেই চুরির ঘটনা ঘটেছে।

 

শিশুটির মা রেহেনা বেগম জানান, রাতে খাবারের পর মায়ের সঙ্গে একমাত্র ছেলে ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। দুইজনের মাঝে ছেলে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে ইসরাফিল নেই। একপাশে টিন ও একপাশে বেড়া দেওয়া ঘরের দরজার খিল খোলায় ছিল বলে জানান তিনি। তাৎক্ষণিক বাড়ির সবাই আশেপাশে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি তারা। পরে সকালে বিষয়টি থানায় জানানো হয়েছে।

 

বাগুলাট ইউপি চেয়ারম্যান আজিজুল হক নবা জানান, আদাবাড়িয়া গ্রামের মহন মন্ডলের বাড়ি থেকে শিশু চুরির ঘটনাটি জেনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানার একাধিক টিম শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কাউকে এখনো আটক করা হয়নি।

 

 

প্রসঙ্গত, গত রোববার (৯ জুন) দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে এক দম্পতির ২ মাস বয়সী ছেলেকে বসতঘরের সিঁধ কেটে চুরি করে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ শিশু চুরির ১৫ ঘণ্টার মধ্যে (সোমবার বিকেল) শিশুটিকে উদ্ধার করে।


প্রিন্ট