ফরিদপুরের বোয়ালমারীতে যুবলীগের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে করিম ছ’মিল সংলগ্ন পৌর যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে চাল, ডাল চিনি, সেমাই, দুধ, তেল, কিচমিচ ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হান্নান মোল্যা, পৌর যুবলীগের আহবায়ক আহাদুল করীম, যুবলীগ নেতা সম্রাট, বাবুল মোল্যা, মো. ফারুক হোসেন।
অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বুরহান উদ্দীন, পরমেশ্বরদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম, রুপাপাত ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রুপম, সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কবুল, চতুল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দুলাল শেখ প্রমুখ। এছাড়া যুবলীগের ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট