শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএসসি, ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে বিদায় অনুষ্ঠান ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার পাড়ই, আনজুমান আরা বেগম, স্বপন কুমার বিশ্বাসসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু।
প্রিন্ট