ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পার্বতীপুরে মাদ্রসার ৪ একর জায়গা জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo শার্শায় শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু    Logo তানোরে একতা যুব সংঘের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ফরিদপুর পাসপোর্ট অফিসে ৩ জন রোহিঙ্গা ও ২ জন দালাল আটক Logo দুর্নীতিবাজ-মাফিয়াদের রাজনীতি চাই না”— ঝালকাঠিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষণা Logo কুষ্টিয়ায় পাউবোর কোটি টাকার তেল চুরির অভিযোগে দুদকের অভিযান Logo চাঁপাইনবাবগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার Logo ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল Logo কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র-মাদকসহ আটক ১ Logo কুষ্টিয়া পৌরসভার গেটে আবর্জনা ফেলে কর্মবিরতিতে পরিচ্ছন্নতা কর্মীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময়

-রাজবাড়ীড় পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা শেষে সকলে ফটোসেশনে অংশ নেয়।

মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টারঃ

 

আগামী ২২ ফেব্রুয়ারী পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করে। প্রতীক বরাদ্দ শেষে বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে ১১টি পদে ৩৮জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপস্থিতিতে মতবিনিময় সভা করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

 

মতবিনিময় সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, পাংশা সরকারি কলেজের ইংরেজী বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল কাশেম, ভূগোল বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন ও পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন বক্তব্য রাখেন।

 

পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো. বাহারাম হোসেন সরদার ও কাজী আসকার দানিয়েল সিপার, সহ-সভাপতি পদপ্রার্থী আব্দুল খালেক মাস্টার, ইউসুফ আলী মন্ডল, আইয়ুব আলী খান ও আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলোয়ার সরদার, নবীন বিশ্বাস, মোহাম্মদ আলী আজাদ, নবীন বিশ্বাস ও জাহিদুল ইসলাম জাহিদসহ ১১টি পদে প্রতিদ্বন্দ্বী ৩৮জন প্রার্থী সর্বসম্মতিক্রমে পরস্পর সুসম্পর্ক বজায় রেখে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে নির্বাচন পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

মতবিনিময় সভায় সমিতির সভাপতি পদপ্রার্থী মো. বাহারাম হোসেন সরদার বলেন, শিল্প ও বণিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের সাথে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় বিরল দৃষ্টান্ত। নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা এমনইভাবে আবার মিলিত হয়ে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়ে নির্বাচনী আচরণ বিধিসহ সংশ্লিষ্ট কার্যক্রমের দিক নির্দেশনা প্রদান করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। একই সাথে তারা অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে ফটোসেশনে অংশ নেয়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে মাদ্রসার ৪ একর জায়গা জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

error: Content is protected !!

পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময়

আপডেট টাইম : ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :

মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টারঃ

 

আগামী ২২ ফেব্রুয়ারী পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করে। প্রতীক বরাদ্দ শেষে বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে ১১টি পদে ৩৮জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপস্থিতিতে মতবিনিময় সভা করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

 

মতবিনিময় সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, পাংশা সরকারি কলেজের ইংরেজী বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল কাশেম, ভূগোল বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন ও পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ তোজাম্মেল হোসেন বক্তব্য রাখেন।

 

পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো. বাহারাম হোসেন সরদার ও কাজী আসকার দানিয়েল সিপার, সহ-সভাপতি পদপ্রার্থী আব্দুল খালেক মাস্টার, ইউসুফ আলী মন্ডল, আইয়ুব আলী খান ও আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলোয়ার সরদার, নবীন বিশ্বাস, মোহাম্মদ আলী আজাদ, নবীন বিশ্বাস ও জাহিদুল ইসলাম জাহিদসহ ১১টি পদে প্রতিদ্বন্দ্বী ৩৮জন প্রার্থী সর্বসম্মতিক্রমে পরস্পর সুসম্পর্ক বজায় রেখে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে নির্বাচন পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

মতবিনিময় সভায় সমিতির সভাপতি পদপ্রার্থী মো. বাহারাম হোসেন সরদার বলেন, শিল্প ও বণিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের সাথে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় বিরল দৃষ্টান্ত। নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা এমনইভাবে আবার মিলিত হয়ে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়ে নির্বাচনী আচরণ বিধিসহ সংশ্লিষ্ট কার্যক্রমের দিক নির্দেশনা প্রদান করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। একই সাথে তারা অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে ফটোসেশনে অংশ নেয়।


প্রিন্ট