কুষ্টিয়ার খোকসায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনের নানা কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধাসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ।
পুষ্প মাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আকতার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, খোকসা থানা অফিসার ইনচার্জ আননুর যায়েদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রোভার স্কাউট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। চত্বরে এসেছে শেষ হয়। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
বক্তাগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এরপরে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবস উপলক্ষে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার ও উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। বেলা সাড়ে ১০ টায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মসজিদে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা ওসি (তদন্ত) আব্দুল গফুর, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা একাডেমিক সুপারভাইজার জালাল উদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, উপজেলা জামে মসজিদের ইমাম আবু দাউদ প্রমুখ।
- আরও পড়ুনঃ দৌলতদিয়া ফেরি ঘাটে ট্রাক চাপায় শিশু নিহত
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ইসলামী ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার হাফেজ সালাউদ্দিন। দুপুরে মুক্তিযোদ্ধার সংসদে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের মাঝে ও এতিমখানায় এতিমদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
প্রিন্ট