রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় মাটিবাহী ট্রাক চাপায় ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।
নিহত আফিয়া আক্তার (৭) দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার আয়জল বেপারির মেয়ে। আফিয়া দৌলতদিয়া চাঁদ খান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী।
রবিবার বিকেল ৪ টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের পাশে দীর্ঘদিন যাবত পদ্মা নদীর চর কেটে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে মাটি ও বালু বিক্রি করে আসছে।
এলাকাবাসীর বাঁধা উপেক্ষা করে প্রশাসন ও স্থানীয় কিছু প্রভাবশালীকে ম্যানেজ করে তারা এ মাটি-বালি লুট করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে আসছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মিলন হোসন মাটিবাহী ট্রাক চাপায় শিশু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, জ্বালিয়ে দেওয়া ট্রাকের আগুন নিভানো হয়েছে। এলাকার লোকজন বিক্ষুদ্ধ হয়ে আছেন।