ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সদরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo মোঃ ইমান আলী মোল্লাকে ফুলের শুভেচ্ছা প্রদান করল জাতীয় শ্রমিক লীগ Logo রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন Logo ফরিদপুরের চর মাধবদিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo রোহিঙ্গা পরিস্থিতিঃ রাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মি Logo কালুখালীতে তথ্য অধিকার সম্পর্কে সচেতনা বৃদ্ধিকরন কর্মশালা Logo চেয়ারম্যান পদে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ের দ্বারপ্রান্তে টোকন চৌধুরী Logo নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত ৩ ও আহত ২ Logo বাগমারা উপজেলা নির্বাচনে এগিয়ে সান্টু Logo চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে দুজনের মৃত্যু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পানগাছ কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে

প্রনোদনা নয়, সহজ কিস্তিতে ঋণ চাই

কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে হঠাৎ করে সম্প্রতি পান বরজে আগুন। অগ্নিকান্ডে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে বরজের পান পুড়ে ছাই। মাঠের পর মাঠ এখন শুধুই ধ্বংসস্তূপ। কোথাও ছাই বা কোথাও পোড়া পানগাছ কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। পুরো এলাকার বাতাসে এখনো পোড়াগন্ধ ছড়াচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় শুনসান নিরবতার মাঝে শোনা যাচ্ছে ক্ষতিগ্রস্তদের আহাজারি। চোখের সামনে সবকিছু হারিয়ে বাকরুদ্ধ অনেক পানচাষী পরিবার। ক্ষতিগ্রস্ত পান চাষীদের বুক চাপড়ানো আহাজারি রূদয় বিধায়ক ঘটনার কথা ভেড়ামারাবাসি কোনমতেই ভুলতে পারছে না। তাদের কষ্ট লাঘবের জন্য প্রতিদিন এলাকায় ছুটে যাচ্ছেন এম পি, ডি সি, এস পি।
ইউ এন ও উপজেলার চেয়ারম্যান সহ এলাকার জনপ্রতিনিধিরা। তারা স্বচক্ষে ক্ষতিগ্রস্ত পান চাষি পরিবারের আহাজারি দেখে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন। অনেকেই প্রনোদনার কথা বলছেন। দায়িত্বশীল ব্যাক্তিকে দেখে ক্ষতিগ্রস্তরা মিলন,জব্বার, ইউনুছ আলী,সিরাজুল ইসলাম,শরিফা খাতুন ও নাহিদা খাতুন বললেন, আমরা  প্রনোদনা হিসেবে চাল, ডাল,আলু,লবণ ও তেল কিচ্ছুই চাই না। সহজ কিস্তিতে ঋণ চাই। আমরা কৃষক কৃষাণী হিসেবে জীবন সংগ্রাম করে বাঁচতে চাই। পৈত্রিক পেশা আঁকড়িয়ে  ধরে রাখতে চাই। আবার সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছেলে মেয়েদের লেখাপড়া খরচসহ স্বাচ্ছন্দে সংসার চালানোর স্বপ্ন দেখতে চাই তারা।

 

 

১৫ মার্চ শুক্রবার সকালে কুচিয়ামোড়া মাঠে গিয়ে দেখা যায়, পঞ্চাশোর্ধ এক নারী রমেছা খাতুন পানের বরজের সামনে আহাজারি করছেন। জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী আব্দুল রহিম আলী আট বিঘা জমিতে পানের বরজ করেছিলেন। সামনে ঈদ, কত চিন্তা-ভাবনা করে রেখেছিল সে মা-বাবা স্ত্রী সন্তানদের ভালো কাপড়চোপড় ক্রয় করে দেবেন। সর্বনাশা  আগুনে স্বামীর বুক বাধা স্বপ্ন ভূলুণ্ঠিত হয়ে গেল ।

তার পাশেই কান্নায় ভেঙে পড়েন জরিনা বেগম নামের আরেক নারী। পান বরজের খুঁটি ধরে বিলাপ করে জরিনা বলছেন, সমিতির কিস্তি কীভাবে শোধ হবি? ওরে আল্লাহ আমাদের সবকিছুই নি নিলি ক্যা?’ তার কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে যাচ্ছিলো।

জানা গেছে, গত ১০ মার্চ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা পাথর ঘাটা এলাকার একটি পানের বরজে হঠাৎ করেই আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে আগুন বিস্তার লাভ করতে থাকে। স্থানীয় নারী-পুরুষ যে যার মতো করে চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। খবর দেওয়া হয় ভেড়ামারা ফায়ার সার্ভিসকে।

ততক্ষণে আগুন তাদেও ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একে একে আগুন নেভাতে কুষ্টিয়া, মেহেরপুর এবং পাবনা থেকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এসে ঐদিন কাজ শুরু করেন। সঙ্গে যোগ দেন স্থানীয় কয়েকশ নারী-পুরুষ। বেলা ১১টা থেকে লাগা আগুন প্রায় ৬ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে কয়েক হাজার কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।

 

 

ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন,আগুনের উৎপত্তির কারণ খুঁজে না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে- বিড়ির আগুন থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে।

ওসি জহুরুল ইসলাম বলেন, পান বরজে আগুন লাগার বিষয়টি আমরা গভীরভাবে খুঁজে দেখার চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের একটি টিম, পুলিশ প্রশাসন কাজ করছে অত্র এলাকায়।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণের জন্য কাজ করছে জেলা প্রশাসক এহতেশাম রেজা। ঘটনার তদন্তে ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সংসদ সদস্যের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের পর তাদের ক্ষতিপুরণের জন্য ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তাতে প্রায় ৮শ’ কৃষক প্রত্যক্ষ এবং পরক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে, মোট ৯১.৮৪ হেক্টর জমির উপর ১৩শ’ ৪৩টি পানবরজ আগুনে পুড়েছে। ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। এই তথ্য দিয়েছেন উপজেলার কৃষি অফিসের ১৯জন উপ কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করে জানান।

আর যেসব পরিবার অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পরদিনই তাদের মাঝে শুকনা খাবার এবং চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেসাম রেজা।

ভয়াবহ আগুনে কয়েক হাজার পানের বরজ, কলাবাগান এবং ফসলের ক্ষেত পুড়ে যায়। বাতাসের তীব্রতা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

 

উল্লেখ্য, ৮শ’ ৬৬জন ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে ৫শ’ জনকে প্রনোদনা হিসেবে আগামীকাল ১৬ মার্চ শনিবার সকাল ১১টার সময় কুষ্টিয়া-২(ভেড়ামারা-মিরপুর)আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন ও কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা যৌথ উদ্যোগে ৫শ’জন ক্ষতিগ্রস্ত পান চাষীদেরকে প্রনোদনা দিবেন।

উপজেলা পিআই ও কর্মকর্তা শহীদুল্লাহ জানান, জন প্রতি কৃষক ২০ কেজি চাল,আলু ২ কেজি,ডাল ১ কেজি,সোলা ১কেজি,লবণ হাফ কেজি ও সোয়াবিন তেল ১ কেজি করে দেওয়া হবে।

 

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

সদরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

error: Content is protected !!

পানগাছ কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে

প্রনোদনা নয়, সহজ কিস্তিতে ঋণ চাই

আপডেট টাইম : ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে হঠাৎ করে সম্প্রতি পান বরজে আগুন। অগ্নিকান্ডে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে বরজের পান পুড়ে ছাই। মাঠের পর মাঠ এখন শুধুই ধ্বংসস্তূপ। কোথাও ছাই বা কোথাও পোড়া পানগাছ কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। পুরো এলাকার বাতাসে এখনো পোড়াগন্ধ ছড়াচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় শুনসান নিরবতার মাঝে শোনা যাচ্ছে ক্ষতিগ্রস্তদের আহাজারি। চোখের সামনে সবকিছু হারিয়ে বাকরুদ্ধ অনেক পানচাষী পরিবার। ক্ষতিগ্রস্ত পান চাষীদের বুক চাপড়ানো আহাজারি রূদয় বিধায়ক ঘটনার কথা ভেড়ামারাবাসি কোনমতেই ভুলতে পারছে না। তাদের কষ্ট লাঘবের জন্য প্রতিদিন এলাকায় ছুটে যাচ্ছেন এম পি, ডি সি, এস পি।
ইউ এন ও উপজেলার চেয়ারম্যান সহ এলাকার জনপ্রতিনিধিরা। তারা স্বচক্ষে ক্ষতিগ্রস্ত পান চাষি পরিবারের আহাজারি দেখে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন। অনেকেই প্রনোদনার কথা বলছেন। দায়িত্বশীল ব্যাক্তিকে দেখে ক্ষতিগ্রস্তরা মিলন,জব্বার, ইউনুছ আলী,সিরাজুল ইসলাম,শরিফা খাতুন ও নাহিদা খাতুন বললেন, আমরা  প্রনোদনা হিসেবে চাল, ডাল,আলু,লবণ ও তেল কিচ্ছুই চাই না। সহজ কিস্তিতে ঋণ চাই। আমরা কৃষক কৃষাণী হিসেবে জীবন সংগ্রাম করে বাঁচতে চাই। পৈত্রিক পেশা আঁকড়িয়ে  ধরে রাখতে চাই। আবার সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছেলে মেয়েদের লেখাপড়া খরচসহ স্বাচ্ছন্দে সংসার চালানোর স্বপ্ন দেখতে চাই তারা।

 

 

১৫ মার্চ শুক্রবার সকালে কুচিয়ামোড়া মাঠে গিয়ে দেখা যায়, পঞ্চাশোর্ধ এক নারী রমেছা খাতুন পানের বরজের সামনে আহাজারি করছেন। জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী আব্দুল রহিম আলী আট বিঘা জমিতে পানের বরজ করেছিলেন। সামনে ঈদ, কত চিন্তা-ভাবনা করে রেখেছিল সে মা-বাবা স্ত্রী সন্তানদের ভালো কাপড়চোপড় ক্রয় করে দেবেন। সর্বনাশা  আগুনে স্বামীর বুক বাধা স্বপ্ন ভূলুণ্ঠিত হয়ে গেল ।

তার পাশেই কান্নায় ভেঙে পড়েন জরিনা বেগম নামের আরেক নারী। পান বরজের খুঁটি ধরে বিলাপ করে জরিনা বলছেন, সমিতির কিস্তি কীভাবে শোধ হবি? ওরে আল্লাহ আমাদের সবকিছুই নি নিলি ক্যা?’ তার কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে যাচ্ছিলো।

জানা গেছে, গত ১০ মার্চ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা পাথর ঘাটা এলাকার একটি পানের বরজে হঠাৎ করেই আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে আগুন বিস্তার লাভ করতে থাকে। স্থানীয় নারী-পুরুষ যে যার মতো করে চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। খবর দেওয়া হয় ভেড়ামারা ফায়ার সার্ভিসকে।

ততক্ষণে আগুন তাদেও ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একে একে আগুন নেভাতে কুষ্টিয়া, মেহেরপুর এবং পাবনা থেকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এসে ঐদিন কাজ শুরু করেন। সঙ্গে যোগ দেন স্থানীয় কয়েকশ নারী-পুরুষ। বেলা ১১টা থেকে লাগা আগুন প্রায় ৬ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে কয়েক হাজার কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।

 

 

ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন,আগুনের উৎপত্তির কারণ খুঁজে না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে- বিড়ির আগুন থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে।

ওসি জহুরুল ইসলাম বলেন, পান বরজে আগুন লাগার বিষয়টি আমরা গভীরভাবে খুঁজে দেখার চেষ্টা করছি। এ বিষয়ে আমাদের একটি টিম, পুলিশ প্রশাসন কাজ করছে অত্র এলাকায়।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণের জন্য কাজ করছে জেলা প্রশাসক এহতেশাম রেজা। ঘটনার তদন্তে ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সংসদ সদস্যের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের পর তাদের ক্ষতিপুরণের জন্য ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তাতে প্রায় ৮শ’ কৃষক প্রত্যক্ষ এবং পরক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে, মোট ৯১.৮৪ হেক্টর জমির উপর ১৩শ’ ৪৩টি পানবরজ আগুনে পুড়েছে। ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। এই তথ্য দিয়েছেন উপজেলার কৃষি অফিসের ১৯জন উপ কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করে জানান।

আর যেসব পরিবার অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পরদিনই তাদের মাঝে শুকনা খাবার এবং চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেসাম রেজা।

ভয়াবহ আগুনে কয়েক হাজার পানের বরজ, কলাবাগান এবং ফসলের ক্ষেত পুড়ে যায়। বাতাসের তীব্রতা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

 

উল্লেখ্য, ৮শ’ ৬৬জন ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে ৫শ’ জনকে প্রনোদনা হিসেবে আগামীকাল ১৬ মার্চ শনিবার সকাল ১১টার সময় কুষ্টিয়া-২(ভেড়ামারা-মিরপুর)আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন ও কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা যৌথ উদ্যোগে ৫শ’জন ক্ষতিগ্রস্ত পান চাষীদেরকে প্রনোদনা দিবেন।

উপজেলা পিআই ও কর্মকর্তা শহীদুল্লাহ জানান, জন প্রতি কৃষক ২০ কেজি চাল,আলু ২ কেজি,ডাল ১ কেজি,সোলা ১কেজি,লবণ হাফ কেজি ও সোয়াবিন তেল ১ কেজি করে দেওয়া হবে।