কুষ্টিয়ার দৌলতপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ই মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, দৌলতপুর সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, দৌলতপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদ, দৌলতপুর জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খাদেম আলী ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তার সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ ও আমন্ত্রিত সুধীজন।
সভায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জান মহম্মদ ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। সভায় দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবর্ক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ।
প্রিন্ট