ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন Logo ১৪ই মে কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ডঃ মুহাম্মদ ইউনুস Logo চুয়াডাঙ্গার সদর উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার Logo ফুলবাড়ীতে RUNNER EXPRESS এর স্বপ্ন অটো শোরুম উদ্বোধন Logo তানোরের হাটবাজারে অপরিপক্ব লিচু দাম আকাশছোঁয়া Logo রাজশাহীতে মোবাইল কোর্টে ৩ জন বালাইনাশক ব্যবসায়ীকে জরিমানা Logo সুইসাইড নোটে লেখা ‘আমার মেয়েরা যেন আমার মরামুখ না দেখে’ Logo বোয়ালমারীতে প্রধান শিক্ষককে কিল-ঘুষি ছাত্রদের, অত:পর অবরুদ্ধ সকল শিক্ষক Logo কুষ্টিয়ায় ৪০ দেশি শালিক পাখি উদ্ধার Logo অনিয়ম-দুর্নীতির সত্যতা পেলো দুদকঃ হাতের টানে উঠে যাচ্ছে রাস্তার ঢালাইয়ের পিচ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বিএনপি নেতার শপিং সেন্টারের সামনে ফাকা করতে সরকারি গাছ নিধনের উদ্যোগ

রাজশাহীর তানোরে বিএনপি নেতার নির্মাণাধীন শপিং সেন্টারের সামনে ফাকা করতে সরকারি রাস্তার তাজা গাছ নিধনের উদ্যোগ নেয়া হয়েছে। তানোর
বিএমডিএ’র সহকারী প্রকৌশলী কামরুজ্জামান এই উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, তিনি আবারো বির্তকিত স’মিলকে গোপণ নিলামে এসব তাজা গাছ কাটার কার্যাদেশ পাইয়ে দিয়েছেন। তানোর পৌর এলাকার জিওল মোড়ের রাজ স’মিল এন্ড ফার্নিচার মালিক আব্দুর রাজ্জাককে কার্যাদেশ  দেয়া হয়েছে। এখবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মাঝে  ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়।
জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির সভাপতি ও বাধাইড় ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক মুন্ডুমালা পৌর ভবনের সামনে বহুতল বিশিষ্ট শাহিন শপিং সেন্টার নির্মাণ করছেন। তানোর-আমনুরা রাস্তার মুন্ডুমালা পৌর ভবনের সামনে নির্মানাধীন শাহিন শপিং সেন্টারের সামনে সরকারি রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির তাজা গাছ রয়েছে। কিন্ত্ত বিএমডিএ’র সহকারী প্রকৌশলী ঢোলশহরত বা কোনো ধরণের প্রচারণা ব্যতিত গোপণে কোটেশন করে এসব গাছ কাটার কার্যাদেশ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত বুধবার মুন্ডুমালা পৌরসভার সামনের এসব গাছ কাটতে যায় আব্দুর রাজ্জাকের শ্রমিক। তারা গাছ কাটা শুরু করলে স্থানীয়রা এসে বাধা দেন। এনিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে, স্থানীয়রা দলবদ্ধ হয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসব গাছ কাটা নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও বিস্ফোরণমুখ পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার  তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহরগ্রামের  ঘোড়াডুবি একটি শতবর্ষী রেইনটি কড়ই গাছ ও মুন্ডুমালা পৌরসভার শাহিন শপিং সেন্টারের সামনের ৯টি তাজা শিশু গাছ কাটার কার্যাদেশ দেয়া হয়েছে। এদিকে বিএনপি নেতার নির্মাণাধীন সপিং সেন্টারের সামনের রাস্তা ফাঁকা করতে গোপণে কোটেশনের মাধ্যমে  ৯টি তাজা গাছ কাটার কার্যাদেশ দিয়েছেন বিএমডিএ’র এই কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, কোটেশন স্মারক ০৯/২০২৩-২৪/২২৪। বরাবর, রাজ স মিল এন্ড ফার্নিচার, প্রোঃ আব্দুর রাজ্জাক, জিওল মোড়, তানোর, রাজশাহী।
বিষয় : তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর ঘোড়াডুবি ১টি জীবিত রেইনটি কড়াই গাছ ও মুন্ডুমালা পৌরসভাধীন শাহিন শপিং সেন্টার সংলগ্ন ৯টি জীবিত শিশু গাছ কর্তনের কার্যাদেশ প্রসঙ্গে। সুত্র: সহ:প্রকৌশলী /বিএমডিএ/ তানোর/ কোটেশন নম্বর – ৯/২০২৩-২৪ তারিখ ২৫/০১/২০২৪।
উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র অফিসের আওতাধীন নিম্ম বর্নিত গাছ গুলো কোটেশন আহবান করা হয়েছে। প্রাপ্ত কোটেশন যাচাই বাছাই শেষে আপনি বা আপনার প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা হিসেবে গৃহিত হয়, যাহা কোটেশন মূল্যায়ন কমিটি গৃহিত হয় এবং HOPE কর্তৃক অনুমোদিত হয়। এমতাবস্থায় দরপত্রে কোটেশনে আপনি কর্তৃক উদ্ধৃত দর ১০% উৎস কর ও ৭.৫% ভ্যাট সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করায় নিম্ন বর্নিত গাছ কর্তনের কার্যাদেশ প্রদান করা হলো। কার্যাদেশে গত ৮/২/২০২৪ তারিখে স্বাক্ষর করেন সহকারী প্রকৌশলী কামরুজ্জামান। গাছ কাটার সময় সহকারী মেকানিক মেহেদী হাসানকে উপস্থিত থাকতে বলা হয়।
স্থানীয় কাউন্সিলর বলেন, মুন্ডুমালা পৌর ভবনের নিরাপত্তা প্রাচীর নির্মাণের সময় একটি তাজা গাছ কাটার প্রয়োজন ছিল। কিন্ত্ত কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তা কাটা সম্ভব হয়নি। অথচ বিএনপি নেতার শপিং সেন্টারের রাস্তা ও সৌন্দর্য রক্ষায় একই সঙ্গে ৯টি তাজা গাছ কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে কি বিবেচনায় এটা অবশ্যই অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন।
স্থানীয়রা জানান, এর আগেও গোপণ কোটেশনে মুন্ডুমালা কাউন্সিল মোড়ের রাস্তায় কয়েকটি গাছ নিলামে দিয়ে অর্ধশতাধিক গাছ কেটেছিল এই কাঠ ব্যবসায়ী। এঘটনায় বিএমডিএ’র প্রধান কার্যালয় থেকে তদন্ত কমিটি ঘটনা তদন্ত করেছিলেন। কিন্ত্ত তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাঠ ব্যবসায়ী বলেন, জিওল মোড়ের রাজ স’মিল মালিক রাজ্জাক ও রাজশাহী কোর্ট এলাকার বকুল  সহকারী প্রকৌশলীর যোগসাজশে গোপনে এসব কথিত কোটেশনে রাস্তার গাছ লোপাট করে চলেছেন।
এবিষয়ে জানতে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের (০১৮১৭-৫০৯২০১) মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নি। এমনকি সাংবাদিক পরিচযে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া দেননি। এবিষয়ে বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনিও রিসিভ করেন নি।
এবিষয়ে জানতে চাইলে শাহিন শপিং সেন্টারের স্বত্ত্বাধিকারী  আলহাজ্ব মোজাম্মেল হক জানান, সমস্যার কারনে বিএমডিএতে এসব গাছ কাটার আবেদন করেছিলাম, তবে নিলাম হয়েছে কি না জানা নাই। গাছগুলোতে আপনার শপিং সেন্টারের সৌন্দর্য বৃদ্ধি করেছে; তাহলে কাটার আবেদন কেনো করলেন জানতে চাইলে তিনি জানান, ভবিষ্যতে সমস্যা হতে পারে এজন্য আবেদন করেছি। এবিষয়ে জানতে চাইলে রাজ সমিল এন্ড ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক বলেন, কোন কিছুই বলা যাবে না। গাছ কাটতে যারা বাঁধা দিয়েছে কর্তৃপক্ষ তাদের দেখবেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরে নয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

error: Content is protected !!

বিএনপি নেতার শপিং সেন্টারের সামনে ফাকা করতে সরকারি গাছ নিধনের উদ্যোগ

আপডেট টাইম : ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) উপজেলা প্রতিনিধি :
রাজশাহীর তানোরে বিএনপি নেতার নির্মাণাধীন শপিং সেন্টারের সামনে ফাকা করতে সরকারি রাস্তার তাজা গাছ নিধনের উদ্যোগ নেয়া হয়েছে। তানোর
বিএমডিএ’র সহকারী প্রকৌশলী কামরুজ্জামান এই উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, তিনি আবারো বির্তকিত স’মিলকে গোপণ নিলামে এসব তাজা গাছ কাটার কার্যাদেশ পাইয়ে দিয়েছেন। তানোর পৌর এলাকার জিওল মোড়ের রাজ স’মিল এন্ড ফার্নিচার মালিক আব্দুর রাজ্জাককে কার্যাদেশ  দেয়া হয়েছে। এখবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মাঝে  ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়।
জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির সভাপতি ও বাধাইড় ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক মুন্ডুমালা পৌর ভবনের সামনে বহুতল বিশিষ্ট শাহিন শপিং সেন্টার নির্মাণ করছেন। তানোর-আমনুরা রাস্তার মুন্ডুমালা পৌর ভবনের সামনে নির্মানাধীন শাহিন শপিং সেন্টারের সামনে সরকারি রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির তাজা গাছ রয়েছে। কিন্ত্ত বিএমডিএ’র সহকারী প্রকৌশলী ঢোলশহরত বা কোনো ধরণের প্রচারণা ব্যতিত গোপণে কোটেশন করে এসব গাছ কাটার কার্যাদেশ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত বুধবার মুন্ডুমালা পৌরসভার সামনের এসব গাছ কাটতে যায় আব্দুর রাজ্জাকের শ্রমিক। তারা গাছ কাটা শুরু করলে স্থানীয়রা এসে বাধা দেন। এনিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে, স্থানীয়রা দলবদ্ধ হয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসব গাছ কাটা নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও বিস্ফোরণমুখ পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার  তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহরগ্রামের  ঘোড়াডুবি একটি শতবর্ষী রেইনটি কড়ই গাছ ও মুন্ডুমালা পৌরসভার শাহিন শপিং সেন্টারের সামনের ৯টি তাজা শিশু গাছ কাটার কার্যাদেশ দেয়া হয়েছে। এদিকে বিএনপি নেতার নির্মাণাধীন সপিং সেন্টারের সামনের রাস্তা ফাঁকা করতে গোপণে কোটেশনের মাধ্যমে  ৯টি তাজা গাছ কাটার কার্যাদেশ দিয়েছেন বিএমডিএ’র এই কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, কোটেশন স্মারক ০৯/২০২৩-২৪/২২৪। বরাবর, রাজ স মিল এন্ড ফার্নিচার, প্রোঃ আব্দুর রাজ্জাক, জিওল মোড়, তানোর, রাজশাহী।
বিষয় : তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর ঘোড়াডুবি ১টি জীবিত রেইনটি কড়াই গাছ ও মুন্ডুমালা পৌরসভাধীন শাহিন শপিং সেন্টার সংলগ্ন ৯টি জীবিত শিশু গাছ কর্তনের কার্যাদেশ প্রসঙ্গে। সুত্র: সহ:প্রকৌশলী /বিএমডিএ/ তানোর/ কোটেশন নম্বর – ৯/২০২৩-২৪ তারিখ ২৫/০১/২০২৪।
উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র অফিসের আওতাধীন নিম্ম বর্নিত গাছ গুলো কোটেশন আহবান করা হয়েছে। প্রাপ্ত কোটেশন যাচাই বাছাই শেষে আপনি বা আপনার প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা হিসেবে গৃহিত হয়, যাহা কোটেশন মূল্যায়ন কমিটি গৃহিত হয় এবং HOPE কর্তৃক অনুমোদিত হয়। এমতাবস্থায় দরপত্রে কোটেশনে আপনি কর্তৃক উদ্ধৃত দর ১০% উৎস কর ও ৭.৫% ভ্যাট সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করায় নিম্ন বর্নিত গাছ কর্তনের কার্যাদেশ প্রদান করা হলো। কার্যাদেশে গত ৮/২/২০২৪ তারিখে স্বাক্ষর করেন সহকারী প্রকৌশলী কামরুজ্জামান। গাছ কাটার সময় সহকারী মেকানিক মেহেদী হাসানকে উপস্থিত থাকতে বলা হয়।
স্থানীয় কাউন্সিলর বলেন, মুন্ডুমালা পৌর ভবনের নিরাপত্তা প্রাচীর নির্মাণের সময় একটি তাজা গাছ কাটার প্রয়োজন ছিল। কিন্ত্ত কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তা কাটা সম্ভব হয়নি। অথচ বিএনপি নেতার শপিং সেন্টারের রাস্তা ও সৌন্দর্য রক্ষায় একই সঙ্গে ৯টি তাজা গাছ কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে কি বিবেচনায় এটা অবশ্যই অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন।
স্থানীয়রা জানান, এর আগেও গোপণ কোটেশনে মুন্ডুমালা কাউন্সিল মোড়ের রাস্তায় কয়েকটি গাছ নিলামে দিয়ে অর্ধশতাধিক গাছ কেটেছিল এই কাঠ ব্যবসায়ী। এঘটনায় বিএমডিএ’র প্রধান কার্যালয় থেকে তদন্ত কমিটি ঘটনা তদন্ত করেছিলেন। কিন্ত্ত তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাঠ ব্যবসায়ী বলেন, জিওল মোড়ের রাজ স’মিল মালিক রাজ্জাক ও রাজশাহী কোর্ট এলাকার বকুল  সহকারী প্রকৌশলীর যোগসাজশে গোপনে এসব কথিত কোটেশনে রাস্তার গাছ লোপাট করে চলেছেন।
এবিষয়ে জানতে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের (০১৮১৭-৫০৯২০১) মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেন নি। এমনকি সাংবাদিক পরিচযে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া দেননি। এবিষয়ে বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনিও রিসিভ করেন নি।
এবিষয়ে জানতে চাইলে শাহিন শপিং সেন্টারের স্বত্ত্বাধিকারী  আলহাজ্ব মোজাম্মেল হক জানান, সমস্যার কারনে বিএমডিএতে এসব গাছ কাটার আবেদন করেছিলাম, তবে নিলাম হয়েছে কি না জানা নাই। গাছগুলোতে আপনার শপিং সেন্টারের সৌন্দর্য বৃদ্ধি করেছে; তাহলে কাটার আবেদন কেনো করলেন জানতে চাইলে তিনি জানান, ভবিষ্যতে সমস্যা হতে পারে এজন্য আবেদন করেছি। এবিষয়ে জানতে চাইলে রাজ সমিল এন্ড ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক বলেন, কোন কিছুই বলা যাবে না। গাছ কাটতে যারা বাঁধা দিয়েছে কর্তৃপক্ষ তাদের দেখবেন।

প্রিন্ট