ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আমাদের পশ্চাদগামিতা অনিবার্য হয় কেন ? Logo মাথিন ট্র‍্যাজেডি: ভালোবাসার এক করুণ পরিণতি Logo পরিবেশের জন্যে ঝুঁকি পাটকাঠি ছাই মিল বন্ধের দাবীতে মধুখালীতে মানববন্ধন Logo কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও আলোচনা সভা Logo ফরিদপুরে দুইদিন ব্যাপী রিপোর্ট রাইটিং প্রশিক্ষনের উদ্বোধন Logo পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo সালথায় সনদ জালিয়াতি ও ভুয়া নিয়োগে একই প্রতিষ্ঠানে একাধিক শিক্ষকের চাকরি Logo লালপুরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ Logo রাজাপুরে ৫৩ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা, অজ্ঞাত ১৫০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভারতে ‘হাসান আজিজুল হক রত্ন’ সম্মাননার জন্য মনোনীত হলেন বাংলাদেশের কবি পংকজ পাল

বাংলাদেশের ময়মনসিংহ জেলার কৃতি সন্তান বিশিষ্ট কবি, লেখক এবং আলোচক পংকজ পাল’কে আগুনপাখি স্রষ্টা ‘হাসান আজিজুল হক রত্ম’ সম্মননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ‘কুমুদ সাহিত্য মেলা উদযাপন কমিটি’। ‘কুমুদ সাহিত্য মেলা উদযাপন কমিটি’র সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের ১৪২ তম জন্মদিন উপলক্ষে আগামীকাল ৩ মার্চ কবির জন্মভিটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মঙ্গলকোটের কোগ্রামে ‘মধুকর’ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় সাহিত্য আসর ঐতিহ্যবাহী ‘কুমুদ সাহিত্য মেলা’। এ মেলায় কবি পংকজ পালসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৭ গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে।
তারা হলেন, শ্রী জয়দীপ মুখার্জি (কুমুদ সাহিত্য রত্ন), শ্রী অশোক ভদ্র (লোচনদাস রত্ন), কুমকুম সেনগুপ্ত (নজরুল ইসলাম রত্ন), শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্য (নুরুল হোদা রত্ন), শ্রী শম্ভু সেন (সমীরণ চৌধুরী রত্ন), শ্রী পার্থ চৌধুরী (পুরুষোত্তম সামন্ত স্মৃতি পুরষ্কার), শ্রী ডক্টর শ্যামলেন্দু চ্যাটার্জি (বর্ধমান জেলা রত্ন), শ্রী চন্দ্র নারায়ণ বৈরাগ্য (মেমারি রত্ন), শ্রী পঙ্কজ কুমার পাল (হাসান আজিজুল হক রত্ন), রফিকউদ্দিন মন্ডল (দক্ষিণ দামোদর রত্ন), মোল্লা শফিকুল ইসলাম (খন্ডঘোষ রত্ন), শ্রী সোমনাথ ভট্টাচার্য (কাটোয়া রত্ন), মাসুদ করীম (মঙ্গলকোট রত্ন), শ্রী নির্মলেন্দু পাল (কালনা রত্ন), শ্রী মূলচাঁদ আগরওয়ালা (বীরভূম রত্ন), আমিরুল ইসলাম (সমীর ভট্টাচার্য রত্ন), আমির শেখ (মমতা মন্ডল স্মৃতি রত্ন)।
‘কুমুদ সাহিত্য মেলা’ যুগ্মভাবে উদ্বোধন করবেন শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় (সাধারণ সম্পাদক- রবীন্দ্র ভারতী সোসাইটি), শ্রী অপূর্ব চৌধুরী (বিধায়ক মঙ্গলকোট বিধানসভা)। যুগ্মভাবে প্রধান অতিথি থাকবেন শ্রী শ্যামল ঘটক (কার্যনির্বাহী চেয়ারম্যান- বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল) এবং শ্রী সুখেন্দু হীরা (লোকসংস্কৃতি গবেষক এবং ডিআইজি- রাজ্য নিরাপত্তা বিভাগ)। অনুষ্ঠানে যুগ্মভাবে সভাপতিত্ব করবেন, আনসার মন্ডল (এজিপি- কলকাতা হাইকোর্ট এবং শ্রী গৌতম তালুকদার সম্পাদক (বিধান শিশু উদ্যান)।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী পিন্টু মুখার্জি (সিআই, বি- দুর্গাপুর), শ্রী মধুসূদন ঘোষ (আইসি- মঙ্গলকোট), শ্রী অনামিত্র সোম (বিডিও- মঙ্গলকোট), শ্রী বিশ্বপ্রিয় রায় (সম্পাদক- ল্যান্ড ট্রাইবুনাল বার এসোসিয়েশন), শ্রী অলোক কুমার দাস (সিনিয়র পিপি- সিটি সেশন কোর্ট), শ্রী দেবাশীষ দাস (চীফ রিপোর্টার- দৈনিক স্টেটসম্যান), শ্রী অরুপ লাহা (সাংবাদিক জি ২৪ ঘন্টা), মহম্মদ ইমতিয়াজ (সম্পাদক- সংকল্প টুডে), কাজী নূর (লেখক- যশোর, বাংলাদেশ), শ্রী ডক্টর সুরথ চক্রবর্তী (চেয়ারম্যান- চারুকলা ডায়নামিক কলেজ), দেবিকা মুখার্জি (আবৃত্তিজন) প্রমুখ।
প্রসঙ্গত দ্বিতীয়বারের মতো ‘কুমুদ সাহিত্য মেলা’য় ভারতবর্ষের বাইরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিশিষ্ট কবি পংকজ পালকে ‘হাসান আজিজুল হক রত্ন’ সম্মানে ভূষিত করা হচ্ছে। পংকজ পাল ভারত এবং বাংলাদেশের বিভিন্ন সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখালেখি করে থাকেন। উল্লেখ্য, পূর্বে ‘হাসান আজিজুল হক রত্ন’ ২০২৩ সম্মাননা অর্জন করেছিলেন আরেক বাংলাদেশি কবি কাজী নূর।
-কবি পংকজ পাল।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আমাদের পশ্চাদগামিতা অনিবার্য হয় কেন ?

error: Content is protected !!

ভারতে ‘হাসান আজিজুল হক রত্ন’ সম্মাননার জন্য মনোনীত হলেন বাংলাদেশের কবি পংকজ পাল

আপডেট টাইম : ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
মোল্লা জসিমউদ্দিন, কলকাতা থেকে :
বাংলাদেশের ময়মনসিংহ জেলার কৃতি সন্তান বিশিষ্ট কবি, লেখক এবং আলোচক পংকজ পাল’কে আগুনপাখি স্রষ্টা ‘হাসান আজিজুল হক রত্ম’ সম্মননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ‘কুমুদ সাহিত্য মেলা উদযাপন কমিটি’। ‘কুমুদ সাহিত্য মেলা উদযাপন কমিটি’র সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের ১৪২ তম জন্মদিন উপলক্ষে আগামীকাল ৩ মার্চ কবির জন্মভিটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মঙ্গলকোটের কোগ্রামে ‘মধুকর’ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় সাহিত্য আসর ঐতিহ্যবাহী ‘কুমুদ সাহিত্য মেলা’। এ মেলায় কবি পংকজ পালসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৭ গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে।
তারা হলেন, শ্রী জয়দীপ মুখার্জি (কুমুদ সাহিত্য রত্ন), শ্রী অশোক ভদ্র (লোচনদাস রত্ন), কুমকুম সেনগুপ্ত (নজরুল ইসলাম রত্ন), শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্য (নুরুল হোদা রত্ন), শ্রী শম্ভু সেন (সমীরণ চৌধুরী রত্ন), শ্রী পার্থ চৌধুরী (পুরুষোত্তম সামন্ত স্মৃতি পুরষ্কার), শ্রী ডক্টর শ্যামলেন্দু চ্যাটার্জি (বর্ধমান জেলা রত্ন), শ্রী চন্দ্র নারায়ণ বৈরাগ্য (মেমারি রত্ন), শ্রী পঙ্কজ কুমার পাল (হাসান আজিজুল হক রত্ন), রফিকউদ্দিন মন্ডল (দক্ষিণ দামোদর রত্ন), মোল্লা শফিকুল ইসলাম (খন্ডঘোষ রত্ন), শ্রী সোমনাথ ভট্টাচার্য (কাটোয়া রত্ন), মাসুদ করীম (মঙ্গলকোট রত্ন), শ্রী নির্মলেন্দু পাল (কালনা রত্ন), শ্রী মূলচাঁদ আগরওয়ালা (বীরভূম রত্ন), আমিরুল ইসলাম (সমীর ভট্টাচার্য রত্ন), আমির শেখ (মমতা মন্ডল স্মৃতি রত্ন)।
‘কুমুদ সাহিত্য মেলা’ যুগ্মভাবে উদ্বোধন করবেন শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় (সাধারণ সম্পাদক- রবীন্দ্র ভারতী সোসাইটি), শ্রী অপূর্ব চৌধুরী (বিধায়ক মঙ্গলকোট বিধানসভা)। যুগ্মভাবে প্রধান অতিথি থাকবেন শ্রী শ্যামল ঘটক (কার্যনির্বাহী চেয়ারম্যান- বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল) এবং শ্রী সুখেন্দু হীরা (লোকসংস্কৃতি গবেষক এবং ডিআইজি- রাজ্য নিরাপত্তা বিভাগ)। অনুষ্ঠানে যুগ্মভাবে সভাপতিত্ব করবেন, আনসার মন্ডল (এজিপি- কলকাতা হাইকোর্ট এবং শ্রী গৌতম তালুকদার সম্পাদক (বিধান শিশু উদ্যান)।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী পিন্টু মুখার্জি (সিআই, বি- দুর্গাপুর), শ্রী মধুসূদন ঘোষ (আইসি- মঙ্গলকোট), শ্রী অনামিত্র সোম (বিডিও- মঙ্গলকোট), শ্রী বিশ্বপ্রিয় রায় (সম্পাদক- ল্যান্ড ট্রাইবুনাল বার এসোসিয়েশন), শ্রী অলোক কুমার দাস (সিনিয়র পিপি- সিটি সেশন কোর্ট), শ্রী দেবাশীষ দাস (চীফ রিপোর্টার- দৈনিক স্টেটসম্যান), শ্রী অরুপ লাহা (সাংবাদিক জি ২৪ ঘন্টা), মহম্মদ ইমতিয়াজ (সম্পাদক- সংকল্প টুডে), কাজী নূর (লেখক- যশোর, বাংলাদেশ), শ্রী ডক্টর সুরথ চক্রবর্তী (চেয়ারম্যান- চারুকলা ডায়নামিক কলেজ), দেবিকা মুখার্জি (আবৃত্তিজন) প্রমুখ।
প্রসঙ্গত দ্বিতীয়বারের মতো ‘কুমুদ সাহিত্য মেলা’য় ভারতবর্ষের বাইরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিশিষ্ট কবি পংকজ পালকে ‘হাসান আজিজুল হক রত্ন’ সম্মানে ভূষিত করা হচ্ছে। পংকজ পাল ভারত এবং বাংলাদেশের বিভিন্ন সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখালেখি করে থাকেন। উল্লেখ্য, পূর্বে ‘হাসান আজিজুল হক রত্ন’ ২০২৩ সম্মাননা অর্জন করেছিলেন আরেক বাংলাদেশি কবি কাজী নূর।
-কবি পংকজ পাল।

প্রিন্ট