ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীর মোহনপুর বিএনপি’র সম্মেলন সভাপতি মুন, সম্পাদক মাহাবুর Logo বিভাগের দাবিতে উত্তাল নোয়াখালী Logo তানোরে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ অপারেটরের আবেদন Logo মাধবদীতে হুমায়ুন কবির নামে এক জনকে গুলি করে হত্যা Logo প্রত্যেকটা বাড়িতে গিয়ে তারেক জিয়ার ৩১ দফার দাওয়াত পৌছে দিতে হবে Logo মাত্র একটি কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিজেকে ছড়িয়ে দিয়েছেন হেলাল হাফিজ Logo পাংশা উপজেলা নির্বাহী অফিসারের সাথে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ Logo কালুখালী কলেজ প্রভাষক রাজ্জাকের জানাজা সম্পন্ন Logo খোকসায় প্রগতি সংঘের উদ্যোগে দরিদ্র তাঁতিদের মাঝে বিনামূল্যে তাঁত শিল্প উপকরন বিতরণ Logo মালাই চা বিক্রি করে শামীম সাবলম্বী
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পুশব্যাকে ফিরবে ৪৫ অপরাধী!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১০৬ বার পঠিত

 

জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীসহ এই ৪৫ জনকে ফেরত আনতে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। ভারতের কোন কোন কারাগারে ওই সব অপরাধী আটক আছেন, তার একটি তালিকাও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

 

পুলিশ সূত্র জানায়, যাদের ফেরত আনার জন্য দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে আলোচনা হচ্ছে তাদের মধ্যে আছেন অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি দীপুও আছেন এই তালিকায়।

 

২০০৪ সালে একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় তখনকার বিরোধী দল নেতা শেখ হাসিনাকে হত্যা উদ্দেশ্যে। এ ঘটনায় করা মামলায় মোট ৫২ জনকে বিচারের আওতায় আনা হয়। তাদের মধ্যে ১৮ জনই পলাতক ছিলেন। ১৪ বছর পর এ মামলার রায়ে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি-বি নেতা মুফতি হান্নানসহ ১৯ জনের মৃত্যুদন্ড হয়।

 

 

এ ছাড়া বিএনপি নেতা তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড হয়। এ তালিকায় হুজি-বি জঙ্গি মুরসালিন ও মোস্তাকিম রয়েছেন। ২০০৪ সালের মে মাসে টঙ্গীর এক জনসভায় ব্রাশফায়ারে নিহত হন আওয়ামী লীগ নেতা ও তখনকার সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার। এ ঘটনায় ২২ জনের মৃত্যুদ- ও ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড হয়। মৃত্যুদন্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন পলাতক। তাদের মধ্যে নুরুল ইসলাম দীপু অন্যতম।

 

অন্যদিকে বিএনপির আমলেই ঢাকার অপরাধ জগৎ কাঁপানো সুব্রত বাইন পালিয়ে ভারত চলে যান। সেখানে গ্রেপ্তার হওয়ার পর আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে পালিয়ে যান নেপাল। তবে সেখানে ধরা পড়ে যান তিনি। পরে নেপাল কারাগারে সুড়ঙ্গ করে পালিয়ে পুনরায় কলকাতায় এলে তিনি আবার ধরা পড়েন। অবৈধভাবে কলকাতায় বসবাস করায় ওই দেশের আদালত বাইনকে ১৩ বছরের কারাদন্ড দেয়। সুব্রত বাইনের নামে ভারতেই পাঁচটি পাসপোর্ট আছে। ওই সব পাসপোর্টে আলী মিয়া ওরফে আক্কাশ, রবিন ওরফে সজিব, ফতেহ আলী উল্লেখ করেন সুব্রত বাইন।

 

চট্টগ্রামে ৮ ছাত্রলীগ হত্যাকান্ডের সঙ্গে জড়িত শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন ধরা পড়েন কলকাতায়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্নস্থানে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীসহ অন্য অপরাধীরা আত্মগোপনে থেকে অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। ওই দেশ থেকে কেউ কেউ বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে। তারা নিজেদের পরিচয় গোপন করে ব্যবসায়িক কর্মকান্ড চালাচ্ছে। ওই দেশে দালালদের মাধ্যমে পাসপোর্টও করিয়ে নিয়েছে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ছাড়াও মোল্লা মাসুদ, আগা শামীম, মানিক, ছোট হান্নান, প্রকাশ কুমার বিশ্বাস, ইমাম হোসেন, জয় ভারতে রয়েছেন। এ ছাড়া শাহাদৎ, নাসির উদ্দিন, খোরশেদ আলম, তৌফিকুল আলম, শাহীন সিকদার, নবউত্তম সাহা, মফিজুর রহমান, শাহাজাদা, এমটি বাবু, নবী হোসেন, মকবুল হোসেন, কাজল, মুকুল, কিলার মুন্না, রানা, সবুজ, বিকাশ, মিন্টু, জাকির, রেজা, তুহিন, বুলবুল, শরীফ, টিটু, প্রকাশ, জিয়া, বিজু, রতন, ইমরান, কালা সেন্টু, খোরশেদ, এবায়দুল, কাইয়ুম, পল্টন মোক্তা, ভাগিনা মামুন, পিয়াল, কিলার ইকবাল, নবী, জিয়া, ফজলু, ছোট বাবু, সুনীল কলকাতায় অবস্থান করছেন। তাদের কেউ মার্কুস স্ট্রিট, কেউ বনগাঁ, চব্বিশ পরগনা, হোটেলপাড়া ফ্রি স্কুল স্ট্রিট, পার্ক স্ট্রিট, রিপন স্ট্রিট, গালিব স্ট্রিট, ক্যাসেট, স্ট্রিট, বশিরগাঁও, মুর্শিদাবাদ, নদীয়াসহ আরও কয়েকটি স্থানে বসবাস করছেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব অপরাধী আটক আছে, তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা ভারত থেকে বেশ কয়েকজন অপরাধীকে ফেরত এনেছি। বাকিদেরও ফেরত আনা হবে।’

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আরও বলেন, মাস দুয়েক আগে ভারতের বিভিন্ন রাজ্যে আটক বাংলাদেশি অপরাধীদের একটি তালিকা দেওয়া হয়েছে সে দেশের সংশ্লিষ্ট দপ্তরকে। অপরাধীদের বিষয়ে ভারত তাদের নানাভাবে সহায়তা করছে। এসব অপরাধীর মধ্যে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী রয়েছেন। আটক সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করা হবে।

 

 

তিনি আরও বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি ও হুজির দুই সদস্য মুরসালিন, মোস্তাকিম ও ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি দীপুসহ ৪৫ জনের নাম আছে তালিকায়। বন্দিবিনিময় চুক্তি না থাকায় কীভাবে তাদের দেশে ফেরত আনা যাবে তা নিয়ে আলোচনা হয়েছে। এ পর্যন্ত যে কজন অপরাধীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তাদের পুশব্যাকের মাধ্যমেই করা হয়েছে। তালিকায় যাদের নাম আছে, তাদেরও একইভাবে ফেরত আনা যাবে বলে তারা আশা করছেন।

 

পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ গণমাধ্যমকে বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের দেশে ফেরত আনতে ভারতের সঙ্গে দেনদরবার করা হচ্ছে। তাদের পুশব্যাকের মাধ্যমেই মূলত আনা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছে অনেক আগেই। তারপরও সে দেশে আটক অপরাধীদের ফেরত আনতে সমস্যা হচ্ছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর মোহনপুর বিএনপি’র সম্মেলন সভাপতি মুন, সম্পাদক মাহাবুর

error: Content is protected !!

পুশব্যাকে ফিরবে ৪৫ অপরাধী!

আপডেট টাইম : ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
ডেস্ক রিপোর্ট :

 

জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীসহ এই ৪৫ জনকে ফেরত আনতে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। ভারতের কোন কোন কারাগারে ওই সব অপরাধী আটক আছেন, তার একটি তালিকাও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

 

পুলিশ সূত্র জানায়, যাদের ফেরত আনার জন্য দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে আলোচনা হচ্ছে তাদের মধ্যে আছেন অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি দীপুও আছেন এই তালিকায়।

 

২০০৪ সালে একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় তখনকার বিরোধী দল নেতা শেখ হাসিনাকে হত্যা উদ্দেশ্যে। এ ঘটনায় করা মামলায় মোট ৫২ জনকে বিচারের আওতায় আনা হয়। তাদের মধ্যে ১৮ জনই পলাতক ছিলেন। ১৪ বছর পর এ মামলার রায়ে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি-বি নেতা মুফতি হান্নানসহ ১৯ জনের মৃত্যুদন্ড হয়।

 

 

এ ছাড়া বিএনপি নেতা তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড হয়। এ তালিকায় হুজি-বি জঙ্গি মুরসালিন ও মোস্তাকিম রয়েছেন। ২০০৪ সালের মে মাসে টঙ্গীর এক জনসভায় ব্রাশফায়ারে নিহত হন আওয়ামী লীগ নেতা ও তখনকার সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টার। এ ঘটনায় ২২ জনের মৃত্যুদ- ও ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড হয়। মৃত্যুদন্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন পলাতক। তাদের মধ্যে নুরুল ইসলাম দীপু অন্যতম।

 

অন্যদিকে বিএনপির আমলেই ঢাকার অপরাধ জগৎ কাঁপানো সুব্রত বাইন পালিয়ে ভারত চলে যান। সেখানে গ্রেপ্তার হওয়ার পর আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে পালিয়ে যান নেপাল। তবে সেখানে ধরা পড়ে যান তিনি। পরে নেপাল কারাগারে সুড়ঙ্গ করে পালিয়ে পুনরায় কলকাতায় এলে তিনি আবার ধরা পড়েন। অবৈধভাবে কলকাতায় বসবাস করায় ওই দেশের আদালত বাইনকে ১৩ বছরের কারাদন্ড দেয়। সুব্রত বাইনের নামে ভারতেই পাঁচটি পাসপোর্ট আছে। ওই সব পাসপোর্টে আলী মিয়া ওরফে আক্কাশ, রবিন ওরফে সজিব, ফতেহ আলী উল্লেখ করেন সুব্রত বাইন।

 

চট্টগ্রামে ৮ ছাত্রলীগ হত্যাকান্ডের সঙ্গে জড়িত শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন ধরা পড়েন কলকাতায়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্নস্থানে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীসহ অন্য অপরাধীরা আত্মগোপনে থেকে অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। ওই দেশ থেকে কেউ কেউ বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে। তারা নিজেদের পরিচয় গোপন করে ব্যবসায়িক কর্মকান্ড চালাচ্ছে। ওই দেশে দালালদের মাধ্যমে পাসপোর্টও করিয়ে নিয়েছে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ছাড়াও মোল্লা মাসুদ, আগা শামীম, মানিক, ছোট হান্নান, প্রকাশ কুমার বিশ্বাস, ইমাম হোসেন, জয় ভারতে রয়েছেন। এ ছাড়া শাহাদৎ, নাসির উদ্দিন, খোরশেদ আলম, তৌফিকুল আলম, শাহীন সিকদার, নবউত্তম সাহা, মফিজুর রহমান, শাহাজাদা, এমটি বাবু, নবী হোসেন, মকবুল হোসেন, কাজল, মুকুল, কিলার মুন্না, রানা, সবুজ, বিকাশ, মিন্টু, জাকির, রেজা, তুহিন, বুলবুল, শরীফ, টিটু, প্রকাশ, জিয়া, বিজু, রতন, ইমরান, কালা সেন্টু, খোরশেদ, এবায়দুল, কাইয়ুম, পল্টন মোক্তা, ভাগিনা মামুন, পিয়াল, কিলার ইকবাল, নবী, জিয়া, ফজলু, ছোট বাবু, সুনীল কলকাতায় অবস্থান করছেন। তাদের কেউ মার্কুস স্ট্রিট, কেউ বনগাঁ, চব্বিশ পরগনা, হোটেলপাড়া ফ্রি স্কুল স্ট্রিট, পার্ক স্ট্রিট, রিপন স্ট্রিট, গালিব স্ট্রিট, ক্যাসেট, স্ট্রিট, বশিরগাঁও, মুর্শিদাবাদ, নদীয়াসহ আরও কয়েকটি স্থানে বসবাস করছেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব অপরাধী আটক আছে, তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা ভারত থেকে বেশ কয়েকজন অপরাধীকে ফেরত এনেছি। বাকিদেরও ফেরত আনা হবে।’

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আরও বলেন, মাস দুয়েক আগে ভারতের বিভিন্ন রাজ্যে আটক বাংলাদেশি অপরাধীদের একটি তালিকা দেওয়া হয়েছে সে দেশের সংশ্লিষ্ট দপ্তরকে। অপরাধীদের বিষয়ে ভারত তাদের নানাভাবে সহায়তা করছে। এসব অপরাধীর মধ্যে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী রয়েছেন। আটক সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করা হবে।

 

 

তিনি আরও বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি ও হুজির দুই সদস্য মুরসালিন, মোস্তাকিম ও ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি দীপুসহ ৪৫ জনের নাম আছে তালিকায়। বন্দিবিনিময় চুক্তি না থাকায় কীভাবে তাদের দেশে ফেরত আনা যাবে তা নিয়ে আলোচনা হয়েছে। এ পর্যন্ত যে কজন অপরাধীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে তাদের পুশব্যাকের মাধ্যমেই করা হয়েছে। তালিকায় যাদের নাম আছে, তাদেরও একইভাবে ফেরত আনা যাবে বলে তারা আশা করছেন।

 

পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ গণমাধ্যমকে বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের দেশে ফেরত আনতে ভারতের সঙ্গে দেনদরবার করা হচ্ছে। তাদের পুশব্যাকের মাধ্যমেই মূলত আনা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়েছে অনেক আগেই। তারপরও সে দেশে আটক অপরাধীদের ফেরত আনতে সমস্যা হচ্ছে।


প্রিন্ট